বিনোদন

‘আমার ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিন,’ অনুরোধ জাইরার

২০২০-১১-২৩

বছরখানেক হয়ে গেল অভিনয় জগত ছেড়ে দিয়েছেন অভিনেত্রী জাইরা ওয়াসিম। অভিনয় জগৎ ছেড়ে তিনি ধর্মে মন দেবেন বলে জানিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। তাই পুরনো সমস্ত ছবি ডিলিট করে দিয়েছিলেন নিজের অ্যাকাউন্ট থেকে। আর এবার জাইরা তার ভক্তদের কাছে অনুরোধ করলেন, তারাও যেন সোশ্যাল মিডিয়া থেকে তার ছবিগুলি মুছে দেন । ২০১৯ সালে সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জানিয়েছিলেন, অভিনয় জগৎ ছেড়ে তিনি এবার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চান। বিশেষত ধর্মীয় কাজে মন দিতে চান। সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছিলেন, “সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমায় এত ভালোবাসা ও  আশীর্বাদ করার জন্য। আমার জীবনের সমস্ত ভালোবাসা ও শক্তির উৎস আপনারাই ছিলেন। আর তাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।” এরপরই তিনি সেই অনুরোধ করেন। জাইরা ভক্তদের কাছে অনুরোধ করে লেখেন, “আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের অ্যাকাউন্ট থেকে এবং ফ্যানপেজ থেকে আমার ছবিগুলি দয়া করে মুছে দিন।” দঙ্গলকন্যা এতটাই খ্যাত যে রাতারাতি তার সমস্ত ছবি যে ইন্টারনেট থেকে মুছে যাবে না তা তিনি নিজেও জানেন। আর তাই জাইরা লিখেছেন, “ইন্টারনেট থেকে সমস্ত ছবি মুছে ফেলা সত্যিই অসম্ভব। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি এটুকুই, যাতে আর আমার ছবিগুলি নতুন করে শেয়ার না করা হয়। আমি আশা করছি আপনারা আমায় সাহায্য করবেন ঠিক যেভাবে আপনারা আমার পাশে ছিলেন।” জাইরা লিখেছেন , “আমি জীবনে এক নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে সত্যিই খুব সুবিধা হয়। আমার এই যাত্রায় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।” ২০১৯-এ জাইরা জানিয়েছিলেন, তিনি অভিনয় ছেড়ে এবার ধর্মীয় আচার-অনুষ্ঠান এমন দেবেন। প্রসঙ্গত আমির খানের দঙ্গল ছবিতে অভিনয় করে প্রথম নজর কাড়েন জাইরা ওয়াসিম। এরপরে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে স্কাই ইজ স্পিং ছবিতে অভিনয় করেছেন তিনি।

সূত্রঃ কলকাতা ২৪X৭
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status