বাংলারজমিন

নেত্রকোনায় সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২০, সোমবার, ৮:৪৬ পূর্বাহ্ন

নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক পথে অবৈধভাবে চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। দুর্গাপুরের বিরিশিরিতে সংগঠনের কার্যালয়ের সামনে গতকাল দুপুর ১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কার্যকরি সভাপতি মো. শহিদুল ইসলাম, যুবলীগ নেতা আরশাদ শেখ, শ্রমিক নেতা উজ্জল মিয়া, অবদুল মোতালেব, জজ মিয়া প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ওই সড়কের চৌরাস্তা মোড়ে একই ধরনের কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনের সময় সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের কারণে সড়কে চলাচলরত যানবাহনের যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়। ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুর্গাপুরের বালু মহাল থেকে ওই সমস্ত যানবাহনে করে বালু দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। স্থানীয় কিছু নামধারী সংগঠন নামে, বেনামে প্রতি গাড়ি থেকে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা করে চাঁদা আদায় করছে।
বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না। এতে করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহানূর এ আলম জানান, বালুর ট্রাক থেকে টাকা ওঠানো নিয়ে কিছুদিন ধরে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status