বাংলারজমিন

বানিয়াচংয়ে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি অপসারণ ছাড়াই চলছে রাস্তা পাকাকরণের কাজ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২০, সোমবার, ৮:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জের বানিয়াচং সদরের  ব্যস্ততম একটি সড়কে বৈদ্যুতিক খুঁটি না সরিয়েই চলছে সড়ক পাকাকরণের কাজ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন স্থানীয় পল্লী বিদ্যুতের খামখেয়ালিপনার কারণে ওই সড়কের রাস্তাটি মাঝখানে একটি খুঁটি থাকার দরুন প্রায়শই দুর্ঘটনা ঘটছে। গতকাল সরজমিন গিয়ে দেখা যায় ৫-৬নং বাজার সড়কে বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই চলছে পাকাকরণের কাজ। বাজারের উপস্বাস্থ্য কেন্দ্রের গেটের উত্তর পাশে নির্মাণাধীন সড়কের মাঝখানে দণ্ডায়মান ১টি ও মধ্য বাজারের চৌরাস্তায় রয়েছে ১টি বৈদ্যুতিক খুঁটি। আর এ খুঁটির ওপর দিয়ে রয়েছে হাই ভোল্টেজ সম্পন্ন বিদ্যুতের টানানো লাইন এবং ট্র্যান্সমিটার। এর নিচে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনসহ প্রতিনিয়ত যাতায়াত করছেন পথচারীরা। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন বাজারবাসীসহ এলাকাবাসী। ৫-৬নং বাজারের পূর্বের ব্রিজ থেকে পশ্চিমে চৌরাস্তার দক্ষিণে উপস্বাস্থ্য কেন্দ্র ও মসজিদের সামনে পর্যন্ত প্রায় ১৮০ মিটার দৈর্ঘ্য ও ৫.৫ মিটার প্রস্থ সড়কের মাঝে ২টি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক প্রশস্ত ও পাকাকরণের কাজ চলছে।
এ ব্যাপারে ৫-৬নং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মকবুল হোসেনের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাজারের এ সড়কটি গ্যানিংগঞ্জ বাজার, বড় বাজার ও বাবুর বাজারের সংযোগস্থল। এ সড়ক দিয়ে দৈনন্দিন স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা রোগী, মসজিদে নামাজপড়া মুসল্লিসহ হাজার হাজার পথচারী ভারী যানবাহনসহ ট্রলি, টমটম, মিশুক, মোটরসাইকেল যাতায়াত করতে সমস্যায় পড়ছেন। এতে করে দ্রুত বিদ্যুতের খুঁটি অপসারণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। এ ব্যাপারে বানিয়াচং পল্লী বিদ্যুতের ডিজিএম মামুন মোল্লা জানান, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত আবেদন আসেনি। আবেদন হাতে পেলে ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status