বাংলারজমিন

সড়কে ঝরলো ৭ প্রাণ

বাংলারজমিন ডেস্ক

২৩ নভেম্বর ২০২০, সোমবার, ৮:৪০ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। এরমধ্যে বগুড়ায় ৩, ধামরাই, গাংনী, সখিপুর ও ধামইরহাটে ১ জন করে মারা যান। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে:
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাস চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রোববার দুপুর ১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুণ্ডি নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই প্রাং (৬০), একই গ্রামের আল-আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (৯)। জানা গেছে, পাঁচজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাটি চান্দিকোনার দিকে যাওয়ার পথে ধনকুণ্ডি নামক স্থানে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরপরই ঢাকাগামী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন- আহত তিনজনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। অপর তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে দু’টি বাসের সংঘর্ষে একটি বাস উল্টে গিয়ে কবিতা সরকার (৩০) নামে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ যাত্রী। নিহত কবিতা ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী। সে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার একটি কারখানার শ্রমিকের কাজ করতেন। রোববার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।  
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: গাংনী উপজেলার চৌগাছা গ্রামে অটোভ্যানের ধাক্কায় হুজাইফা খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হুজাইফা চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলামের মেয়ে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানের ধাক্কায় সোলায়মান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সাগরদিঘী সড়কের বড়চওনা মুটের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ভালুকা উপজেলার মেদুয়া গ্রামের সামছুল হকের ছেলে। সে সখীপুরে প্রাণ কোম্পানির সহকারী পরিবেশক হিসেবে কাজ করতো বলে পুলিশ জানায়।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাসচাপায় আব্দুল হামিদ (৬২) নামে এক বাইসাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় বাসে থাকায় ৮ জন যাত্রীও আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ব্র্যাক অফিসের পাশে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল হামিদ ধামইরহাট উপজেলার বিকন্দখাস গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ তাৎক্ষণিক ঘাতক বাসটিকে আটক করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status