জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
কলকাতা কথকতা (২ মাস আগে) নভেম্বর ২২, ২০২০, রোববার, ৬:৫৬ পূর্বাহ্ন
করোনা ভ্যাকসিনের বন্টনব্যবস্থা নিয়ে মঙ্গলবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নবান্ন থেকে তিনি এই বৈঠকে যোগ দেবেন বলে বাঁকুড়া সফর কাটছাটও করছেন মমতা। তাঁর বাঁকুড়া যাওয়ার কথা ছিল সোমবার, কিন্তু, মঙ্গলবারের বৈঠকের গুরুত্ব অনুধাবন করে তিনি রবিবারই বাঁকুড়া চলে গেছেন। মোদি মঙ্গলবার তাঁর ভার্চুয়াল বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন জানিয়েছেন, বাইশের এপ্রিলের মধ্যে দেশে পঁচিশ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। তারই রূপরেখা গঠনের জন্যে এই ভার্চুয়াল বৈঠক। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা একানব্বই লক্ষ ছাড়িয়েছে। অবশ্য, নব্বই শতাংশ মানুষই সুস্থ হয়েছেন। ।