বাংলারজমিন

ফরিদগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে স্ত্রীর মামলা

চাঁদপুর প্রতিনিধি

২২ নভেম্বর ২০২০, রবিবার, ৯:০১ পূর্বাহ্ন

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো. মাহফুজুল হকের বিরুদ্ধে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরকীয়া, নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা দায়ের করেছেন তার স্ত্রী সোনিয়া। গত ১৭ই নভেম্বর মামলাটি দায়ের করেন তিনি। মামলার আর্জিতে মেয়রের স্ত্রী সোনিয়া উল্লেখ করেন, ইসলামী শরীয়া মোতাবেক ২০১০ সালে মো. মাহফুজুল হকের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তানও রয়েছে। বিয়ের পর মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে সোনিয়ার বাবা তাকে স্বর্ণালঙ্কার ও ঘরের সব আসবাবপত্র দেয়। পরবর্তীতে ব্যবসার কথা বলে মাহফুজুল হক শ্বশুরের কাছে ৫ লাখ এবং তার ভায়রার কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা ধার নেয়। তবে বিপত্তি ঘটে বিয়ের পরই। তার স্ত্রী সোনিয়া দেখেন তার স্বামী মাহফুজুল হক একজন মাদকসেবী ও পরকীয়ায় আসক্ত। প্রায়ই মাদকসেবন করে তার স্ত্রীকে মারধর করেন। আদালতে মামলার বিষয়ে তিনি আরো জানান, শুধুমাত্র সন্তানদের মায়ায় এতো নির্যাতন সহ্য করেও সংসার করে আসছি। কিন্তু আরো ৫ লাখ টাকা এনে দেয়ার জন্য নানাভাবে তাকে শারীরিক নির্যাতন করে মাহফুজ। মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে আসলেও আলো নামে এক নারীর সঙ্গে মাহফুজুল হক পরকীয়া ও অবাধ মেলামেশায় প্রতিবাদ করলে স্ত্রী সোনিয়ার উপর নেমে আসে নির্যাতন। বর্তমানে স্ত্রী সোনিয়া প্রায় আড়াই মাসের গর্ভবতী। এমন অবস্থায়ও মেয়র মাহফুজের নির্যাতন থেমে থাকেনি। তাকে ৫ লাখ টাকা না দিলে ঘরে থাকতে দেবে না বলে সাফ জানিয়ে দেয়। তিনি আরো জানান, এ ঘটনায় সামাজিকভাবে সালিশ করে ঘটনার মীমাংসা করতে চাইলেও মেয়র রাজি হয়নি। পরকীয়ায় আসক্ত মেয়রের নির্যাতনে একপর্যায়ে হাসপাতালে ভর্তি হয় স্ত্রী সোনিয়া এবং তাকে অব্যাহত হুমকি দিতে থাকেন মেয়র মাহফুজুল হক। উপায় না দেখে স্ত্রী সোনিয়া ফরিদগঞ্জ থানায় অভিযোগ দিতে গেলে তাকে চাঁদপুরে আদালতে মামলা দেয়ার জন্য বলা হয় এবং তিনি গত ১৭ই নভেম্বর সর্বশেষ চাঁদপুর আদালতে মামলা দেন এবং সুবিচার দাবি করেন। মামলার বিষয়ে মেয়র মাহফুজুল হক জানান, নির্বাচনের অন্তিম মুহূর্তে আমার বিরুদ্ধে এ ধরনের একটা মামলা সম্পূর্ণ প্ররোচিত। আমার পারিবারিক মামলায় কাউন্সিলদের অনাস্থা জ্ঞাপন এটাই প্রমাণ করে এখানে একটি চক্র আমাকে হেয় করার জন্য চক্রান্ত করছে। তিনি আরো জানান, মামলায় উল্লেখ করা হয়েছে আমি তাকে শারীরিক নির্যাতন করেছি। কিন্তু গত ৯ মাস সে তার বাবার বাড়িতে অবস্থান করছে। তাহলে কিভাবে আমি তাকে শারীরিক নির্যাতন করতে পারি। আমার স্ত্রীর চারিত্রিক সমস্যা আছে। আমার সঙ্গে বিয়ের আগেও তার বিয়ে হয়েছিল যা তার পরিবার আমার কাছে গোপন রেখেছিল এবং সেই ঘরে দশম শ্রেণি পড়ুয়া একটি সন্তান আছে। তারপরও আমি তার সঙ্গে সংসার করেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status