বাংলারজমিন

চিনিকল চালু রাখার দাবি রাজশাহীর শ্রমিকদের

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২২ নভেম্বর ২০২০, রবিবার, ৯:০১ পূর্বাহ্ন

দেশের সবক’টি চিনিকল রাষ্ট্রীয় মালিকানায় চালু রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিশিল্প আখ চাষি ফেডারেশন। গতকাল সকালে রাজশাহী চিনিকলে সংগঠন দু’টির যৌথভাবে আয়োজিত এক সমাবেশ থেকে সরকারের নিকট এ দাবি জানানো হয়। দেশের ১৫টি চিনিকলের মধ্যে ১০টি বেসরকারি মালিকানায় দিয়ে দেয়ার প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান। সভা পরিচালনা করেন সহ-সভাপতি মেসবাউল ইসলাম।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী আখ চাষিকল্যাণ সমিতির সভাপতি ইয়াসিন আলী, রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনতাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, চাষিকল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status