বাংলারজমিন
মাকে রড দিয়ে পিটিয়ে মারলো ছেলে
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২০২০-১১-২২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে নির্মমভাবে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকায় এই ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাহমুদুল হাসান জানান, শিংলাবো এলাকার মৃত আব্দুল সোবাহানের মাদকসেবী ছেলে সাইফুল ইসলাম (৩২) মাদক সেবনের টাকার জন্য তার মা দেলোয়ারা বেগমকে প্রায়ই মারধর করতো। ঘটনার দিন শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরে সাইফুল মাদক সেবনের টাকার জন্য তার মা দেলোয়ারা বেগমকে গালমন্দ শুরু করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং গলাপিটে হত্যা করে লাশ বাথরুমে ঢুকিয়ে রাখে। প্রতিবেশীরা ঝগড়ার শব্দ শুনতে না পেয়ে এগিয়ে এসে দেখে ঘরের বাইরে বসে ছেলে সাইফুল ধূমপান করছে। এসময় তার মায়ের কথা জিজ্ঞাস করতে সে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় তাকে এলাকাবাসী ধাওয়া করে আটকের পর ঘরে এসে দেখতে পায় বাথরুমে লাশ পরে রয়েছে। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।