বাংলারজমিন

পীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১০ ট্রাক্টর আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

২২ নভেম্বর ২০২০, রবিবার, ৯:০০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কদমতলী সহ বিভিন্ন ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় বালু ভর্তি ১০টি ট্রাক্টর এসিল্যান্ড এর হাতে আটক হয়েছে। জানা যায়, ৮ নং দৌলতপুর ইউনিয়নের কাস্তোর ও বনুয়া পাড়া মৌজায় অবস্থিত নদীর ঘাটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কতিপয় সুযোগসন্ধানী ব্যক্তি প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বালু উত্তোলণকরে নিজেদের পকেট ভারী করে আসছিল। এ পরিস্থিতিতে স্থানীয় লোকজনের অভিযোগের পেক্ষিতে শুক্রবার নদীর বালুমহলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম। কমিশনারের উপস্থিতি লক্ষ্য করে দ্রুত বালু ভর্তি ট্রাক্টর নিয়ে পলায়নকালে এসিল্যান্ড তাদেরক কে আটক করে স্থানীয় জনগণ ও পুলিশের সহায়তায় থানায় নিয়ে যান। ট্রাক্টরগুলো আটকের পর থানা থেকে ছাড়িয়ে নেয়ার জন্য বিভিন্ন মহলের তদবির অব্যাহত রয়েছে। আটক ট্রাক্টক গুলোর মালিক যথাক্রমে শাহাজাহান আলী, জিয়ারুল ইসলাম, আনিসুর রহমান সুমন ও মিজানুর রহমান মিজান বলে জানা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status