বাংলারজমিন

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর মতবিনিময়

পঞ্চগড় প্রতিনিধি

২২ নভেম্বর ২০২০, রবিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় হাই কমান্ড ও স্থানীয় নেতৃবৃন্দসহ জনগণের দৃষ্টি আকর্ষণমূলক আগাম কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পঞ্চগড়  জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর উজ্জ্বল ও গত নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন। জাকিয়া বিএনপি প্রার্থী বর্তমান মেয়র তৌহিদুল ইসলামের কাছে পরাজিত হন। জাকিয়া খাতুন এলাকাভিত্তিক বিভিন্ন কার্যক্রম চালালেও রাজপথে তার কোনো কার্যক্রমে দেখা যাচ্ছে না। তবে রেজা ও উজ্জ্বল নিজ নিজ কৌশলগত কার্যক্রম চালানোসহ সর্বস্তরে তৎপরতার পাশাপাশি শোডাউন করছেন। রেজার সমর্থনে গতকাল শনিবার বিকালে বিশাল নারী মিছিল হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান রেজা শনিবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে রেজা বলেন, সম্ভাব্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করার পর সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। লোকজন পরিবর্তন চাচ্ছে। মানুষের প্রত্যাশা ও সমস্যা সমাধানে সরকার দলীয় ছেলে মেয়র প্রয়োজন বলে লোকজন মনে করছে। দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হলে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করাসহ পঞ্চগড় পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, আলোকিত ও মাদকমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলবো। মতবিনিময় সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসানাত মো. সাইদুর রহমান বলেন, গতবার দলীয় মনোনয়ন পাওয়া জাকিয় খাতুন পঞ্চগড়ের সন্তান না। তিনি দলীয় নেতাকর্মী ও জনগণের মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হয়েছিলেন। তিনি তৃণমূলের মনোনীত ছিলেন না। এ কারণে রাজনৈতিক, সামাজিকসহ নানান দিক বিবেচনা করে রেজার বিকল্প নেই। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status