বাংলারজমিন

নারায়ণগঞ্জে জাপা এমপি’র বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২২ নভেম্বর ২০২০, রবিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নাম ফলক ভেঙে ফেলার অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে জাতীয় পাটির এমপি লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। শনিবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন  চলাকালে এমপি খোকার কুশপত্তলিকা দাহ করে নেতাকর্মীরা। সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নামফলক ভেঙে দেওয়ার অভিযোগে এমপি লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগ এই কর্মসূচির  আয়োজন করে। মানববন্ধনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, সোনারগাঁয়ে জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা ঘোলা পানিতে মাছ শিকার করছে। তিনি লিয়াকত হোসেন খোকাকে উদ্দেশ্য করে বলেন, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এবং সমর্থন করেছিলেন দলের সিদ্ধান্তের কারণে। কিন্তু আপনার ১৭ই নভেম্বরের ঘটনায় তারা ব্যথিত হয়েছে। আপনার দলের প্রেসিডিয়াম সদস্য এমপি সেলিম ওসমান নিজেও আনোয়ার হোসেনকে গুরু বলে শ্রদ্ধা করেন। তাই খোকা সাহেবকে বলবো আপনিও ক্ষমা চেয়ে নেন। আনোয়ার হোসেন ভাইয়ের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিৎ। এটা রাজনৈতিক শিষ্টাচারতা। ওইদিনে ঘটনার জন্য আমাদের মুরব্বি মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন দুঃখ পেয়েছেন। আমরা বলেছি আনোয়ার ভাই দু:খ-কষ্ট পাওয়ার কিছু নাই। নারায়ণগঞ্জের সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার সঙ্গে আছে। কারণ আপনি দলের ত্যাগি নেতা। আমরা দলের প্রশ্নে, নৌকার প্রশ্নে নেত্রীর (শেখ হাসিনা) প্রশ্নে এক। কোন ছাড় দিবো না। খোকন সাহা বলেন, আনোয়ার হোসেন আমার বড় ভাই, আমাদের অভিভাবক আমাদের গুরু। তাঁর ওপর আঘাতের পর আমাদের সান্ত্বনা দেয়ার কোন ভাষা নাই। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের সঞ্চালনায় ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হায়দার আলী পতুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিছুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, জিএম আরমান প্রমুখ। গত ১৭ই নভেম্বর নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের এমপি লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নামফলক ভেঙে দেওয়ার অভিযোগ উঠে।

 এ ঘটনার প্রতিবাদে জেলা, মহানগর ও সোনারগাঁও আওয়ামী লীগ এবং জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত রেখেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status