খেলা

করোনা আক্রান্ত মাহমুদুল হাসান জয়

স্পোর্টস রিপোর্টার

২২ নভেম্বর ২০২০, রবিবার, ৭:৫২ পূর্বাহ্ন

মিরপুর শেরেবাংলা ছিল উৎসব মুখর। সকাল থেকেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের একের পর এক দল আসতে শুরু করে অনুশীলনে। কিছুক্ষণের মধ্যেই যেন স্টেডিয়াম এলাাকা হয়ে ওঠে ক্রিকেটারদের মিলন মেলা। তামিম ইকবাল, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা দলের অনুশীলনের মধ্যমণি হয়ে ওঠেন। আগের দিন ৫ দলের ক্রিকেটারদের  কোভিড-১৯ পরীক্ষা হয়েছে। এরই মধ্যে সব দলই বায়ো বাবল (জৈব সুরক্ষা বলয়) এ যুক্ত হয়ে হোটেলে উঠেছে। তবে গতকাল সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র একজন ক্রিকেটারের করোনা শনাক্ত হয়। জানা গেছে, গাজী গ্রুপ চট্টগ্রামের তরুণ ব্যাটসম্যান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয় করোনা আক্রান্ত। বিষয়টি দলের পক্ষে নিশ্চিত করেছেন  দলটির ম্যানেজার শেখ সোহেল রানা। বাকি চার দলের কোনো ক্রিকেটার আক্রান্ত নয় বলেই জানা গেছে।  বেক্সিমকো ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের দলের সব ক্রিকেটারই নিরাপদে আছে।  কেউ করোনা আক্রান্ত নয়। আমরা এখন টিম হোটেলে উঠেছি, সবাই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি।’
অন্যদিকে মাহমুদুল হাসানের পরিবর্তে অন্য কাউকে নেয়া হচ্ছে না বলেই জানিয়েছেন দলটির ম্যানেজার শেখ সোহেল রানা। তিনি বলেন, ‘মাহমুদুল হাসান জয় করোনা আক্রান্ত। তাকে মিরপুর একাডেমিতে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখনো আমাদের এমন কোনো পরিকল্পনা নেই। মাহমুদুল সুস্থ্য হলে তাকে নেয়া হবে।’ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ উপলক্ষ্যে গতকাল পাঁচ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফসহ মোট ১২৫ জনের করোনা পরীক্ষা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা আক্রান্ত মাহমুদুল হাসানকে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে আইসোলেশনে চিকিৎসার ব্যবস্থা করেছে বিসিবির মেডিক্যাল ইউনিট। আগামী ২৪শে নভেম্বর পর্দা উঠছে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আসরের। ২৬শে নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status