অনলাইন

বঙ্গবন্ধুর সমাধিতে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

২১ নভেম্বর ২০২০, শনিবার, ৬:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শতাধিক  আইনজীবী নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার দুপুরে প্রথমে অ্যাটর্নি  জেনারেল হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদেরকে নিয়ে একবার এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে সমিতির নেতৃবৃন্দকে নিয়ে আরেকবার শ্রদ্ধা নিবেদন করেন।  এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারবর্গের  আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমাধি মসজিদের ইমাম। এরপর তিনি জাতির জনকের সমাধি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।  

শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদানের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, শেখ সাইফুজ্জামান, মো. সারোয়ার হোসেন বাপ্পি, ওয়ায়েস আল হারুনী, মো. মনিরুল ইসলাম, মো. মাইনুল ইসলাম, বি এম রাফেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান লিখন,  আনিসুর রহমান, শাহনেওয়াজ, আবদুল মান্নান মান্না, শাহীন মৃধা, সাইফুল আলম, মো. সাফায়েত হোসেন জামিল, ফেরদৌসী আক্তার ( কল্পনা),  কোহিনূর বেগম লাকী,  তামান্না ফেরদৌস,  আনিসুল মাওলা আরজু, রওশান আরা মনি, সাবিনা পারভীন ও তার সহধর্মিণী আফসারী আমিন শিবলী উপস্থিত ছিলেন। এছাড়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ ও ড. মোমতাজ উদ্দিন মেহেদী। নেতৃবৃন্দের আরো উপস্থিত ছিলেন আবদুল নুর দুলাল, শাহ মঞ্জুরুল হক মো. মোতাহার হোসেন সাজু, , আবদুল আলীম মিয়া জুয়েল, শেখ মোহাম্মদ মোর্শেদ  , ব্যারিস্টার এজেএম রবিউল হাসান  সুমন, ব্যারিস্টার শফিকুল ইসলাম , মো. আবদুর রাজ্জাক,কাজী  সামসুল হাসান শুভ, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক,  মুন্সি মনিরুজ্জামান, শামীম সরদার,  মো. মশিউর রহমান হুমায়ুন কবির,  চঞ্চল বিশ্বাস, রানী মুখার্জি   প্রমূখ। এ সময় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status