বিশ্বজমিন

২০ জানুয়ারিই হোয়াইট হাউজ সম্পর্কিত সকল টুইটার একাউন্টের নিয়ন্ত্রণ পাবেন বাইডেন

মানবজমিন ডেস্ক

২১ নভেম্বর ২০২০, শনিবার, ৪:৩৪ পূর্বাহ্ন

আগামি বছরের ২০ জানুয়ারিই প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের কাছে হোয়াইট হাউজের সঙ্গে সম্পর্কিত সকল টুইটার একাউন্টের নিয়ন্ত্রণ তুলে দেবে টুইটার। এদিন বাইডেনের দল যেসব একাউন্টের নিয়ন্ত্রণ পাবে তা হচ্ছে, @WhiteHouse, @VP, @FLOTUS এবং @PressSec। টুইটারের এই পরিকল্পনার কথা পলিটিকোর বরাত দিয়ে জানিয়েছে ইয়াহু নিউজ।

টুইটারের একজন প্রতিনিধি জানিয়েছেন, টুইটারে এরইমধ্যে এই হস্তান্তর প্রক্রিয়ার সকল প্রস্তুতি নিতে শুরু করেছে। ২০১৭ সালে যেভাবে আমরা এই হস্তান্তর করেছিলাম এবারও সেভাবেই 'ন্যাশনাল আরকাইভস অ্যান্ড রেকর্ড অ্যাডমিনিস্ট্রেশন'-এর নির্দেশনা অনুসরণ করব।

গত ৩রা নভেম্বরের নির্বাচনে প্রাথমিক ফলাফলে ডেমোক্রেট প্রার্থী বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে প্রথম থেকেই নানা কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনেছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রচারণা শিবির। এসব দাবি প্রচারে তিনি ব্যাবহার করেছেন টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটারকে ট্রাম্পের ওই টুইটগুলোর নিচে সতর্কতামূলক পতাকা জুড়ে দেয়া হয়েছে। তাতে বাইডেনকেই প্রাথমিক ফলাফলে জয়ী উল্লেখ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status