অনলাইন

তাহিরপুরে ক্ষুদ্র নৃ গোষ্টির মধ্যে ১০টি সেমিপাকা ঘর হস্তান্তর

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ১১:০৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় মজিববর্ষ উপলক্ষে সমতলে ক্ষুদ্র নৃ গোষ্ঠী জীবনমান উন্নয়নে অসহায় ১০টি পরিবারের মধ্যে নির্মিত সেমিপাকা বসতঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্ষুদ্র নৃ গোষ্টির ১০টি পরিবারের মধ্যে বসত ঘরের ছাবি হস্তান্তর করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ উপলক্ষে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের হাজংপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজন এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো. জসিম উদ্দিন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি)  সৈয়দ আমজদ হোসেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী ইকবাল কবির রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,আওয়ামীলীগের যুগ্ন সাধারণত সম্পদাক আলমগীর কুখন, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. মাসুক মিয়া, আদিবাসী নেতা সংকর মারাক, এন্ড্রু সলোমার, মিলাসি রেচিং আপন রেং কেং প্রমুখ।
অনুষ্ঠান শেষে ক্ষুদ্র নৃ গোষ্টির শিশু শিল্পরা তাদের নিজস্ব ভাষায় নৃত্যর মাধ্যমে গান পরিবেশন করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status