খেলা

আমেরিকায় স্থায়ী হওয়ার চেষ্টায় আছেন এক পাকিস্তানী ওপেনার

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ১০:৫৯ পূর্বাহ্ন

মাত্র ২৫ বছর বয়সেই পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান সামি আসলাম দেশ ছাড়ার কথা ভাবতে শুরু করেছেন। 'ক্রিকইনফো'র সঙ্গে আলাপকালে জানিয়েছেন, পাকিস্তানে ক্যারিয়ার নিয়ে হতাশা আর ক্ষোভের কারণেই আমেরিকায় স্থায়ী হওয়ার চেষ্টায় আছেন তিনি।

২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে পাকিস্তানের সাদা জার্সিতে ১৩টি টেস্ট খেলেছেন সামি। খেলেছেন ৪টি ওয়ানডেও। টেস্টে ৩১-এর ওপর গড় তাকে বলতে গেলে প্রথম পছন্দের ওপেনারই বানিয়ে দিচ্ছিল। কিন্তু হঠাৎই ছিটকে পড়েন।

এরপর ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়েছেন। গত বছর পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন। কিন্তু দল সাউদার্ন পাঞ্জাবের টিম ম্যানেজম্যান্টের সঙ্গে ঝামেলায় আর নিজেকে ঘরোয়া ক্রিকেটেও নিরাপদ মনে করছেন না সামি আসলাম। তাই যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার চেষ্টায় দৌড়ঝাঁপ শুরু করেছেন।

গত মৌসুমে আসলাম ছিলেন সাউদার্ন পাঞ্জাবের অধিনায়ক, সেইসঙ্গে চার সেঞ্চুরি আর ৭৮ গড়ে ৮৬৪ রান করে ছিলেন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। অথচ সেই মৌসুমেই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়। চতুর্থ ইনিংসে রান তাড়ার এক ঘটনাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেন হেড কোচ আবদুল রেহমান। নর্দার্নের বিপক্ষে এক ম্যাচে ১১ ওভারে ৮৯ রান দরকার ছিল সাউদার্ন পাঞ্জাবের। রান তাড়ার ২.৩ ওভার পেরুতেই ড্র মেনে নেন সামি আসলাম। যেটি নিয়ে ম্যানেজম্যান্টের সঙ্গে ঝামেলা বাঁধে।

আসলামের ক্যারিয়ারে বাঁকবদল ঘটে তারপরই। এবার তাকে কিনেছিল বেলুচিস্তান, যেটি কিনা দুর্বল দলগুলোর একটি। তিন রাউন্ডে আসলাম মাত্র একটি ফিফটি করতে পারেন। এরপর ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে বেলুচিস্তানের দ্বিতীয় বিভাগের দলে জায়গা হয় তার।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status