খেলা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

সব দলের অধিনায়ক চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার

২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ৮:৩৮ পূর্বাহ্ন

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪শে নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট আসর। এরইমধ্যে ক্রিকেটার্স ড্রাফট থেকে ৫ দল লটারির মাধ্যমে দল গড়ে নিয়েছে গেল ১২ই নভেম্বর। বাকি ছিল শুধু অধিনায়ক ঘোষণা। এরইমধ্যে সব দল অধিনায়ক চূড়ান্ত করেছে। গতকাল মিনিস্টার রাজশাহী দল অধিনায়ক হিসেবে তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করে। সবার আগে দলনেতা নিশ্চিত করে অবশ্য বরিশাল ফরচুন।  দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাঁধেই থাকলো বরিশালের দায়িত্ব। জেমকন খুলনার নেতৃত্বে তুলে দেয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। এছাড়াও গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। অন্যদিকে আলোচনা ছিল এই আসরে মুশফিকুর রহীমকে বেক্সিমকো ঢাকার অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা! সবশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপেও তিনি অধিনায়ক হতে রাজি হননি। তবে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। ঢাকার দায়িত্ব পেয়েছেন মুশফিকই। বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন বেক্সিমকো ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওবায়েদ নিজাম। তিনি বলেন, ‘ড্রাফটে আমাদের প্রথম পছন্দই ছিলো মুশফিকুর রহীম। তার ওপর আস্থা ছিল বলেই তো তাকে আমরা দলে নিয়েছি। আর সেই কারণেই অধিনায়ক হিসেবেও তার ওপর আমাদের আস্থা। আশা করি তিনি দলকে দারুণ নেতৃত্ব দেবেন। তার অভিজ্ঞতা আমাদের তারুণ্য নির্ভর দলকে এগিয়ে নিবে বলেই বিশ্বাস।’

উদ্বোধনী দিনের শুরুতেই প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে রাজশাহী। তার মানে অভিজ্ঞ মুশফিকের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে শান্তর দলের মিশন। ঢাকা এবার দল গড়েছে তরুণদের প্রাধান্য দিয়ে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী ছাড়াও দলে আছেন তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু। এছাড়াও জাতীয় দলের তরুণ ওপেনার নাঈম শেখও আছেন এই দলে। রাখা হয়েছে সম্ভাবনাময় ব্যাটস্যান ইয়াসির আলী রাব্বিকে ও পেসার মেহেদী হাসান রানাকে। অভিজ্ঞদের মধ্যে মুশফিক ছাড়াও আছেন পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার সাব্বির রহমান ও ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ রবিউল ইসলাম রবি। দলটির সিইও ওবায়েদ নিজাম বলেন, ‘তরুণরা যারা আছেন তারা দারুণ প্রতিভাবান। কয়েকজন তো যুব বিশ্বকাপ জিতে এসেছে। আমরা বিশ্বাস করি তরুণরা দারুণ করবে। আর অভিজ্ঞরা তো আছেনই। সব মিলিয়ে আমরা বিশ্বাস করি ঢাকা নিজেদের সেরাটা দিয়ে খেলবে।’   

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় বরিশালের অধিনায়ক তামিমের বিপক্ষে মাঠে নামবে  দেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহর দল খুলনা। ড্রাফটের আগে মাহমুদুল্লাহ রিয়াদ করোনা আক্রান্ত থাকায় ধারণা করা হচ্ছিল সাকিব আল হাসানই পাচ্ছেন দলটির নেতৃত্ব। কিন্তু জেমকন গ্রুপ তাদের বিপিএলের দল খুলনা টাইটান্সের অধিনায়ক রিয়াদের ওপরই আস্থা রেখেছেন। তিনি যেদিন করোনা মুক্ত হন সেদিনই তাকে দল নেতা হিসেবে ঘোষণা করে দলটি।

অন্যদিকে মোহাম্মদ মিঠুনকে চট্টগ্রামের অধিনায়ক হিসেবে চমকই বলা যায়। দলটি সর্বোচ্চ ১৫ লাখ টাকা মূল্যে ‘এ’ ক্যাটাগরি থেকে নিয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে। টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ,  জাতীয় দলের তরুণ তারকা লিটন কুমার দাস, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত থাকলেও নেতৃত্বে দলটি আস্থা রেখেছে মিঠুনের ওপর। মিঠুনও আস্থার প্রতিদান তিনি চান। তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রেখেছে কোচ ও টিম ম্যানেজম্যান্ট। এটি আমার জন্য বড় পাওয়া। সেই সঙ্গে দায়িত্বও। আমি তা পালন করতে চাই। সেই সঙ্গে নিজের সেরাটা দিতেও প্রস্তুত।’

মিনিস্টার রাজাশাহী  গতকাল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের দল নেতা হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করে। এই দলে অবশ্য ‘এ’ ক্যাটাগরির কোন ক্রিকেটারকে রাখা হয়নি। ড্রাফট চলাকালে সুযোগ ছিল তাদের মাহমুদুল্লাহ রিয়াদকে নেয়ার। কিন্তু তারা রিয়াদের শারীরিক অবস্থা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকায় সেই সুযোগ হাতছাড়া করে। তাই তরুণ শান্তই এখন দলটির ভরসা। নেতৃত্ব পেয়ে শান্ত বলেন, ‘দল হিসেবে আমার কাছে মনে হয় খুব ভালো একটা কম্বিনেশন হয়েছে। সিনিয়র ও কিছু তরুণ  প্লেয়ার আছে। সমন্বয়টা খুব ভালো। অভিজ্ঞ  প্লেয়ারও আছেন। যেহেতু এটা ঘরোয়া টুর্নামেন্ট আশা করছি যে খুব ভালো একটা টুর্নামেন্টই হবে আমাদের জন্য। টি-টোয়েন্টি যেহেতু, আশা করবো খুব ভালো উইকেটে খেলা হবে। তারপরও উইকেট যেমনই থাক আমরা মাঠে গিয়ে ঐ অনুসারেই খেলার চেষ্টা করবো।’

কোন দলের কে অধিনায়ক-
বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহীম
ফরচুন বরিশাল: তামিম ইকবাল
জেমকন খুলনা: মাহমুদুল্লাহ রিয়াদ
গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন
মিনিস্টার রাজশাহী: নাজমুল হোসেন শান্ত
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status