দেশ বিদেশ

চট্টগ্রামে সবজির চড়া দাম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

৮ নভেম্বর ২০২০, রবিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগীর সবক’টি কাচাবাজারে ৫০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না। কোনো কোনো সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০০ টাকায়। মিষ্টিকুমড়া ৫০-৬০ টাকা। ক্রেতারা বলছেন গত একদশকে সবজির এমন চড়া দাম তারা দেখেননি। অভিযান চালিয়েও প্রশাসন সবজির বাজার নিয়ন্ত্রণে আনতে পারছে না। তার উপর একের পর এক ওজনে কারচুপির তথ্য পাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে নগরীর কাজীর দেউড়ি, বকশিরহাট, চশবাজার, হেমসেন লেইন কাঁচাবাজার এবং ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে সবজির দাম যাচাই করা হয়। প্রতিটি বাজারেই সবজির চড়া দাম হাঁকানোর বিপরীতে মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত, গরিব ক্রেতাদের অসহায়ত্বের চিত্র দেখা গেছে।
গত এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম অন্তত ১০-৩০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার তথ্য দিয়েছেন খোদ বিক্রেতারাই। সেই সঙ্গে ধরা পড়ে ওজনে কারচুপির বিষয়টিও। এমন তথ্য জানিয়েছেন বিএসটিআই’র সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।  
তিনি বলেন, অভিযানে একই সবজির দাম একেক বিক্রেতা একেক দামে বিক্রি করার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। কয়েকজন বিক্রেতার স্টলে ওজনে কারচুপির প্রমাণও পাওয়া যায়। ১ কেজি কাঁচা মরিচের দাম এক দোকানে ১৫০ টাকা কিন্তু পাশের দোকানে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ১ কেজি টমেটো এক দোকানে ১০০ কিন্তু পাশের দোকানে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাশের একটি দোকানের সঙ্গে অন্য দোকানের সবজির দামে এতো পার্থক্য হতে পারে না। কেজিপ্রতি সবজিতে ৪০-৫০ টাকা বেশি আদায়ের পক্ষে বিক্রেতারা যৌক্তিক কোনো কারণও দেখাতে পারেননি। তিনি বলেন, বেশি দামে সবজি বিক্রি এবং ওজনে কারচুপির দায়ে ১৫ সবজি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার কমিটিকে মনিটরিং কার্যক্রম বাড়ানোর পাশাপাশি ফের যাতে এই ঘটনা না ঘটে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫-৫০ টাকায়। পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। গত সপ্তাহেও পটলের দাম অন্তত ২০ টাকা কম ছিল। একইভাবে কেজিতে ১০ টাকা বেড়ে বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে ঢেঁড়স, শসা, বেগুনের দাম অন্তত ২০-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ টাকায়। ৩০ টাকার মিষ্টিকুমড়া এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে হয়েছে ৫০-৬০ টাকা। তিত করলা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে টমেটোর দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০ টাকায়। শীতের সবজি বাঁধাকপি কেজি ৬০ টাকা, ফুলকপি আকার ও মানভেদে ১০০-১২০ টাকা, শিম ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। গাজরের দাম প্রতিকেজি ৮০ টাকা। কাঁচামরিচের দাম সামপ্রতিক সময়ের রেকর্ড ভেঙে বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
নগরীর হাজারী লেইনের বাসিন্দা সুভাষ ধর বকশির হাটে সবজি ক্রয়ের সময় বলেন, বাজারে শীতের সবজি আসতে শুরু করেছে। প্রতিবছর শীতের শুরুতে সবজির দাম কমে। এবার হয়েছে উল্টো। মাসখানেক আগেও যে সবজি ২০-২৫ টাকায় কিনেছি, সেটার দাম এখন তিন-চার গুণ। আমরা সাধারণ চাকরিজীবী। আমাদের আয় নির্দিষ্ট। বেতনের টাকায় আমাদের জন্য মাস পার করা কঠিন হয়ে যাচ্ছে।
হেমসেন লেন কাঁচাবাজারের খুচরা সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, আড়তে সবজি নেই। যেকোনো ধরনের সবজির মজুত নেই। আমরা যারা খুচরা ব্যবসা করি, প্রতিদিন ভোরে আড়তে গিয়ে আগের মতো পণ্য কিনতে পারছি না। আমার লাগবে তিন মণ আলু, পাচ্ছি ৩০ কেজি। এজন্যই দামটা বাড়ছে। যদি আড়ত থেকে চাহিদামতো সবজি বাজারে আসে, দাম এমনিতেই কমে যাবে। সবজির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে রেয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির সাধারণ সমপাদক ফারুক শিবলী বলেন, বন্যার কারণে উত্তরবঙ্গে ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানকার চাষিরা সবজি তুলতে পারেননি। আমরা চাহিদামতো সবজি পাচ্ছি না। এজন্য দাম বেড়েছে। তবে শহরের তুলনায় গ্রামে দাম কম আছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, অধিকাংশ বিক্রেতা মূল্যতালিকা প্রদর্শন করছেন না। যারা করছেন, তারা তালিকায় দাম লিখেছে একভাবে, বিক্রি করছে বাড়তি দামে। পাইকারি ও খুচরা উভয় ক্ষেত্রেই এটা হচ্ছে। আমরা বারবার সতর্ক করেছি। জরিমানাও করা হয়েছে। এবার আমরা আরও কঠোর হবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status