দেশ বিদেশ

ধানমন্ডির সুনামি রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

৬ নভেম্বর ২০২০, শুক্রবার, ৯:৫৮ পূর্বাহ্ন

নিয়ম অনুযায়ী রেস্টুরেন্ট পরিচালনা না করার অপরাধে রাজধানীর জিগাতলা এলাকার সুনামি রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।  জানা গেছে, গতকাল দুপুর ১ টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী হাকিম মোবাশ্বের আলমের নেতৃত্বে একটি দল ধানমন্ডির সুনামি রেস্তোরাঁয় অভিযান চালায়। অভিযানে রেস্টুরেন্টটির ফ্রিজের রান্নাঘরে খাবার সংরক্ষণে চরম অব্যবস্থাপনা দেখা যায়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের কর্মচারীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণপত্র, ক্রয়-বিক্রয় চালানসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেও ব্যর্থ হয়। এ সময় নির্বাহী হাকিম নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status