বিনোদন

রাজশাহীতে এন্ড্রু কিশোরের জন্মোৎসব

স্টাফ রিপোর্টার

৪ নভেম্বর ২০২০, বুধবার, ১২:০৮ অপরাহ্ন

প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের ৬৬ তম জন্মদিন আজ। রাজশাহীতে ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের আয়োজনে অলোকার মোড়ের এক রেঁস্তোরায় অনুষ্ঠিত হবে তার জন্মোৎসব। ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহন করেন এন্ড্রু কিশোর। বাবার নাম ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ, মায়ের নাম মিনু বাড়ৈ। তার স্ত্রীর নাম এন্ড্রু লিপিকা, ছেলে জয় এন্ড্রু সপ্তক ও মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা। সংগীতে তালিম নিয়েছেন আব্দুল আজিজ বাচ্চুর কাছে। সুরবানী নামের গানের স্কুলে আধুনিক, রবীন্দ্র, নজরুল, লোকগান, দেশাত্মবোধক গান শিখেছেন। ১৯৭৭ সালে আলম খানের সুরে 'মেইল ট্রেন' সিনেমায়  প্রথম প্লেব্যাক করেন। এরপর মুকুল চৌধুরীর কথায় আলম খানের সুরে 'এক চোর যায় চলে' গানের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যখানে, হায়রে মানুষ রঙিন ফানুস, আমার বাবার মুখে প্রথম যেদিন, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার গরুর গাড়িতে, তোমায় দেখলে মনে হয়, পড়ে না চোখের পলক, প্রেমের সমাধি ভেঙে, সবাই তো ভালোবাসা চায়, ভালো আছি ভালো থেকো,ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, বেদের মেয়ে জোছনা, তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ। আটবার জাতীয় চলচ্চিত্র পুরুস্কার পেয়েছেন এন্ড্রু কিশোর। ১৯৮২ সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের 'হায়রে মানুষ রঙিন ফানুস’ গানের জন্য প্রখম জাতীয় পুরস্কার পান। সৈয়দ শামসুল হকের কথায় গানটির সুরকার ছিলেন আলম খান। এই কিংবদন্তি কন্ঠশিল্পী দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলতি বছরের ৬ জুলাই মৃত্যুবরণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status