ভারত

রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামীকে আটক করল পুলিশ  

বিশেষ সংবাদদাতা, কলকাতা

৪ নভেম্বর ২০২০, বুধবার, ১১:৩৪ পূর্বাহ্ন

রিপাবলিক টিভির কর্ণধার ও এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে আজ সকালে আটক করল পুলিশ।  ২০১৮ সালে ইন্টেরিয়র ডিজাইনার অন্বয়  ও কুমুদ নায়েককে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে অর্ণব গোস্বামীকে আটক করা হয়েছে।  সংবাদসংস্থা পিটিআই অবশ্য জানিয়েছে যে, অর্ণব গোস্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।  উল্লেখযোগ্য,  রিপাবলিক টিভি তৈরির সময় অন্বয় নায়েক টিভি স্টেশনের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করেন।  প্রাপ্য বিল নিয়ে রিপাবলিক এর সঙ্গে বিবাদের পর অন্বয় এবং তার মা কুমুদ আত্মঘাতী হন।  এরপরই অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ ওঠে।  রিপাবলিক টিভির পক্ষে বলা হয়েছে, অর্ণব নাগাড়ে পালঘর গণহত্যা,  সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মুম্বই পুলিশের সমালোচনা করায় পুরনো বন্ধ হওয়া মামলা  খুঁচিয়ে তুলে অর্ণবকে আটক করা হয়েছে।  অর্ণব গোস্বামীর পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের অভব্য আচরণের অভিযোগ জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status