খেলা

পার্থক্যটা বুঝতে পারছেন আকবর

স্পোর্টস রিপোর্টার

১ নভেম্বর ২০২০, রবিবার, ৯:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যরকম জায়গা করে নিয়েছেন আকবর আলী। তার হাত ধরেই দেশে এসেছে আইসিসির প্রথম কোনো বড় শিরোপা। চলতি বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জেতে আকবর আলীর নেতৃত্বে। ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট হাতে ম্যাচজয়ী ইনিংস খেলেন আকবরই। এতে আকবরের কাছে প্রত্যাশাটাও বাড়ে অনেক। ক্রিকেটপ্রেমীদের অনেকেই তাকে দ্রুত জাতীয় দলে দেখতে চান। কিন্তু  করোনার কারণে বিশ্বজয়ী টাইগার যুবাদের হয়েছে ছন্দপতন। দীর্ঘদিন ঘরে বন্দি থেকে সময় পার করেছেন। অবশেষে ৭ মাস পর তারা মাঠে ফিরেছেন বিসিবি প্রেসিডেন্টস কাপে। কিন্তু দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের দলের হয়ে আকবর মাত্র সুযোগ পেয়েছেন দুটি ম্যাচ খেলার। সেখানে এই উইকেট কিপার ব্যাটসম্যান করেন সাকুল্যে ৩ রান। আর আকবর বুঝতে পেরেছেন আসল চ্যালেঞ্জ ও পার্থক্যটা। বিসিবি প্রেসিডেন্টস কাপে ছিলেন হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও জাতীয় দলের ক্রিকেটাররা। যে কারণে পার্থক্যটা ছিল স্পষ্ট। এ বিষয়ে আকবর  বলেন, ‘আমার মনে হয় যে পার্থক্যটা হলো ইন্টেনসিটি, আর এখানে প্রতিযোগিতাটা একটু বেশি। এখানে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। তো আমার মনে হয় এখানে আমাদের আরও প্রতিদ্বন্দ্বী হতে হবে।’ বিশ্বকাপ জিতে এসে আকবরদের যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল তার সকল পরিকল্পনাই ভেস্তে গেছে করোনা মহামারির কারণে। তবে যুবারা ঘরে বসে নিজেদের প্রস্তুত করেছেন। বিকেএসপিতে ক্যাম্পে অনুশীলন করেছেন। তাদের এখন রাখা হয়েছে জাতীয় হাই পারফরম্যান্স ইউনিট ক্যাম্পে। এর মধ্যে বিসিবি প্রেসিডেন্টস কাপে সুযোগ পেয়েছেন নিজেদের যোগ্যতার প্রমাণ রাখার। আসরে কেউ সফল কেউ ব্যর্থ। তবে আকবর মনে করেন কঠিন অভিজ্ঞতা হলেও তা দারুণ কাজে আসবে। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছিল কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহের বেশি সময় ছিলাম একসঙ্গে, অনেক ইতিবাচক জিনিস আমরা শিখতে পেরেছি। আমি তামিম ভাইয়ের দলে ছিলাম। তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় (এনামুল হক) ভাই উনাদের সঙ্গে অনেক কথা হয়েছে। তাদের কাছ থেকে যটটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি। আমি আশা করি সে অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো।’
প্রেসিডেন্টস কাপ শেষ হতেই আকবররা পুরোদমে এইচপিতে অনুশীলন শুরু করেছেন। ক্যাম্পে নয়া কোচ টবি রেডফোর্ডের সঙ্গে প্রতিদিনই ঘাম ঝরাচ্ছেন তারা। নয়া ক্যাম্প নিয়ে আকবর বলেন, ‘ক্যাম্প তো আসলে উন্নতির জন্যই, সিম্পল এখানে বেসিক আগের মতোই। আগে যেখানে ছিলাম সেখান থেকে উন্নতি করাটাই মূল লক্ষ্য। আমি যেখানেই থাকি উপভোগ করার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। এখন এইচপিতে আছি তো এখান থেকেই ম্যাক্সিমাম শেখার চেষ্টা করছি, যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’ তবে এইচপির সঙ্গে কাজ করে এখনই কোনো ফল নিয়ে ভাবছেন না আকবর। নতুন কোচ নিয়ে আকবর বলেন, ‘মাত্র দুই দিন হলো, এখনই আসলে বলাটা কঠিন। কিন্তু তিনি এই দুইদিন যে জিনিসটার ওপর জোর দিলেন তা হলো আমার ব্যাটিং। ব্যাটিং নিয়ে কাজ করছেন, সবার ব্যাটিং ভিডিওগুলো দেখছেন তিনি। সে ভিডিওগুলো দেখে হয়তো আমাদেরকে একটা আউটপুট দিবেন যে আমাদের এটা উন্নতি করা দরকার বা এই জায়গাগুলোতে সামনে এগোনো দরকার।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্মৃতি দারুণ ও মধুর হলেও আকবর মনে করেন এখন তার সামনে তাকানোর সময়। আকবর আলী বলেন, ‘এটা (বিশ্বকাপ জয়) অনেকদিন হয়ে গেছে, প্রায় ৮-৯ মাস হয়ে গেছে। তো ওটা যখন মনে হয় তখন অনেক ভালো লাগে কিন্তু আমার মনে হয় না যে কেউ এখন এটা নিয়ে চিন্তা করে যে আমরা এটা করেছি। এখন সামনের দিকে তাকাতে হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status