খেলা

বসুন্ধরায় আর্জেন্টাইন-চিলিয়ান ফরোয়ার্ড অস্কার

স্পোর্টস রিপোর্টার

১ নভেম্বর ২০২০, রবিবার, ৯:১৯ পূর্বাহ্ন

হার্নান বার্কোসের চার গোলে টিসি স্পোর্টসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে এএফসি কাপের গ্রুপ পর্ব শুরু করেছিল বসুন্ধরা কিংস। গত অক্টোবরে করোনা মহামারির কারণে ২০১৯-২০ মৌসুমের এএফসি কাপ আসর বাতিল করে দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন। বসুন্ধরা কিংস ছাড়েন বার্কোস। এরপর ভালো মানের একজন ফরোয়ার্ডের খোঁজে ছিল বসুন্ধরা কিংস। প্রত্যাশা অনুযায়ী পেয়েও গেছে তারা। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরাকে দলে টেনেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা।
এই ফরোয়ার্ডকে আগামী এক বছরের জন্য দলে নেয়ার কথা নিশ্চিত করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। চুক্তির বিষয়ে বিস্তারিত না জানালেও অস্কারকে দিয়ে বার্কোসের শূন্যস্থান পূরণে আশাবাদী তিনি। নতুন বিদেশি ফুটবলার সর্ম্পকে ইমরুল হাসান বলেন, ‘ও সর্বশেষ কাতারের শীর্ষ লীগে খেলেছে। কাতারের শীর্ষ লীগ আমাদের লীগের চেয়ে অনেক মানসম্পন্ন এবং উন্নত। সেখানে ও গত লীগে সাত ম্যাচে গোল করেছে চারটি। আমরা আশা করি, আমাদের সঙ্গে সে মানিয়ে নিতে পারবে এবং ভালো করবে। আশা করি, তাকে দিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হবে।’ ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সর্বশেষ কাতারের শীর্ষ লীগের দল উম সালাল এসসির হয়ে খেলেছেন। আর্জেন্টিনা বা চিলির জাতীয় দলে কখনও খেলার সুযোগ মেলেনি ৬ ফুট ২ ইঞ্চি দীর্ঘকায় এই ফুটবলারের। ২০২০-২১ মৌসুম সামনে রেখে কদিন আগে ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনহো ও জোনাথন দি সিলভেইরা ফার্নান্দেস এবং ইরানের ডিফেন্ডার খালেদ শাফিইকে দলে টেনেছে বসুন্ধরা কিংস।
এদিকে সমঝোতার দল বদলে ছয় ফুটবলারকে ছেড়ে দিয়েছে বসুন্ধরা কিংস। সর্বাধিক ১৭ জন দেশি ফুটবলারকে ছেড়ে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। শেখ রাসেল ক্রীড়া চক্র ২ জন, মোহামেডান স্পোর্টিং ক্লাব ৯ জন, মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ পুলিশ ছয় জন করে এবং উত্তর বারিধারা গতবারের দল থেকে ৮ ফুটবলারকে ছেড়ে দিয়েছে। এরা চাইলে অন্য ক্লাবে যোগ দিতে পারবেন। বাকিরা গত মৌসুমের ৩৫ শতাংশ পারিশ্রমিকে পুরোনো ক্লাবে খেলবেন।    
আগামী ডিসেম্বরের মাঝামাঝি ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ২০২০-২১ ফুটবল মৌসুম। প্রতিযোগিতার ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status