খেলা

তাবিথকে হারিয়ে চতুর্থ সহ-সভাপতি নির্বাচিত মহিউদ্দিন মহি

স্পোর্টস রিপোর্টার

১ নভেম্বর ২০২০, রবিবার, ৯:১৮ পূর্বাহ্ন

গত ৩রা অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১ পদের মধ্যে ২০টির নিষ্পত্তি হয়েছিল। টানা চতুর্থ মেয়াদে বাফুফে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও আব্দুস সালাম মুর্শেদী। ওই দিন চার সহ-সভাপতির মধ্যে তিন জন নির্বাচিত হন। তারা হলেন  ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান ভূঁইয়া মানিক। একটি সহ-সভাপতি পদে দুজন প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। সমন্বয় পরিষদ থেকে মহিউদ্দিন আহমেদ মহি ও স্বতন্ত্র হিসেবে তাবিথ আউয়ালের বাক্সে সমান ৬৫ ভোট পান। গতকাল সহ-সভাপতির সেই একটি পদে আবারো নির্বাচন অনুষ্ঠিত হয়। নগরীর হোটেল সোনারগাঁওয়ে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে উপস্থিত ১৩০ ভোটারের মধ্যে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট।
তাবিথ আউয়াল এর আগে দুইবার সহসভাপতির দায়িত্বে ছিলেন। ২০১৬ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। তবে এবার তিনি বাদ পড়ে গেলেন কার্যনির্বাহী কমিটি থেকে। তাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সহসভাপতি নির্বাচিত হলেন মহিউদ্দিন মহি। ব্রাদার্স ইউনিয়নের এই কর্মকর্তা ২০১৬ সালের নির্বাচনে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন প্যানেল থেকে সহসভাপতি হলেও, পরবর্তীতে তিনি সভাপতির মুখোমুখি হয়ে বাফুফের নানা অনিয়ম নিয়ে কথা বলেন। যে কারণে এবার তাকে প্যানেলে রাখেননি টানা চতুর্থবারের মতো সভাপতি হওয়া কাজী সালাউদ্দিন। শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ এই সহসভাপতিসহ সাতটি পদে বিজয়ী হলো। এর আগে ৩রা অক্টোবরের নির্বাচনে ১৫ সদস্যপদের মধ্যে ছয়টি পেয়েছিল সমন্বয় পরিষদ। টানা দ্বিতীয় মেয়াদে বাফুফে সহ-সভাপতি নির্বাচিত হয়ে মহি ফুটবল উন্নয়নে সকলের সহযোগিতা চান। এসময় তিনি বলেন, আমি বিশ্বাস করি ফুটবল এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা সকলে একত্রে মিলে চেষ্টা করলে এই খেলার হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনা সম্ভব। এজন্য তিনি বর্তমান নির্বাহী কমিটির সঙ্গে মিলে কাজ করতে চান।
বাফুফে’র নতুন কার্যনির্বাহী কমিটি
সভাপতি - কাজী মো. সালাউদ্দিন
সিনিয়র সহসভাপতি- আব্দুস সালাম মুর্শেদী
সহসভাপতি- ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি।
সদস্য- জাকির হোসেন চৌধুরী, আবদুল ওয়াদুদ পিন্টু, বিজন বড়ুয়া, আরিফ হোসেন মুন, নুরুল ইসলাম নুরু, মাহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন, ইমতিয়াজ হামিদ সবুজ, মাহফুজা আক্তার কিরণ, হারুনুর রশিদ, আমের খান, সাইফুল ইসলাম ও মহিদুর রহমান মিরাজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status