শেষের পাতা

চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১ নভেম্বর ২০২০, রবিবার, ৯:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার, সিটিনিউজবিডি ডট কমের নির্বাহী সমপাদক ও প্রকাশক গোলাম সরোয়ার বৃহসপতিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁিজর পর না পেয়ে ওইদিন রাত নয়টার দিকে নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আজকের সূর্যোদয়ের সহকারী সমপাদক জুবায়ের সিদ্দিকী। তিনি জানান, বৃহসপতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর ব্যাটারি গলির বাহার উল্লাহ ভবনের বাসা থেকে বের হওয়ার পর সাংবাদিক গোলাম সরোয়ারের খোঁজ মিলছে না। তার মোবাইলটিও বন্ধ রয়েছে। খোঁজ না পেয়ে তার পরিবার ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়ে।
তবে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টার মাথায় শুক্রবার সকাল ৯টা ১১মিনিটের দিকে বেসরকারি টেলিভিশন যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জামশেদ চৌধুরী মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি যোগাযোগ করে গোলাম সরোয়ারের স্ত্রীর মোবাইল নম্বর চেয়েছে। এতে মনে হচ্ছে সরোয়ারকে কেউ আটকে রেখেছে। তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ট্রেস করার চেষ্টা চলছে। এদিকে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান। তিনি বলেন, সাধারণ ডায়েরির পর থেকেই আমাদের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে। সম্ভাব্য সবকিছু সামনে রেখে আমরা তদন্ত করছি। খোঁজ নিয়ে জানা গেছে, সামপ্রতিক সময়ে চট্টগ্রামের খুলশী এলাকায় একটি ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে প্রতিবেদন করেছেন সাংবাদিক গোলাম সরোয়ার। চট্টগ্রামের একজন রাজনীবিদ কাম ভুমিকারবারির পুত্র চালান সেই ক্যাসিনো-জুয়া।
এছাড়াও গোলাম সরোয়ার প্রতিবেদন করেছেন দুদকের জালে আটকে থাকা কোন কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও । এ নিয়ে কারো কারো সাথে তাঁর বাক্য বিনিময়ও হয়েছে। তিনি এক এমপি পুত্রসহ একাধিক প্রভাবশালীর নেতার নিকটাত্মীয়ের অবৈধ কারবার নিয়েও প্রতিবেদন করেছেন। এসব পরিপ্রেক্ষিত বিবেচনায় এখনই ঠিক হলফ করে বলা যাবে না, ঠিক কোন কারণে কেনই বা নিখোঁজ  হয়েছেন গোলাম সরোয়ার। বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ৩৬ ঘণ্টা পরও চট্টগ্রামের তরুণ সাংবাদিক গোলাম সারওয়ারের খোঁজ না মেলায় স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি কোন সংবাদের কারণে বিশেষ মহলের টার্গেট হয়েছেন তিনি ? তিনি কি অপহরণ হয়েছেন? অপহরণের কোন আলামত এখনো না মিললেও কোন কোন সংবাদ নিয়ে কোন ব্যক্তি বা গংয়ের সাথে তাঁর দূরত্ব বা বিরোধের সূত্রপাত হল কিনা তা নিয়ে শংকাপূর্ণ দুর্ভাবনা আছে।
এদিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষ ও ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক সবুর শুভ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, গোলাম সরওয়ারের নিখোঁজে পরিবার এবং সাংবাদিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status