খেলা

হ্যাজার্ড-বেনজেমারা শীর্ষে ফেরালেন রিয়ালকে

স্পোর্টস ডেস্ক

১ নভেম্বর ২০২০, রবিবার, ৯:০৩ পূর্বাহ্ন

লা লিগায় প্রত্যাবর্তনটা গোল দিয়ে রাঙালেন ইডেন হ্যাজার্ড। আজ হুয়েস্কার বিপক্ষে চলতি মৌসুমে নিজের প্রথম গোল করেন এই বেলজিক তারকা। ম্যাচে জোড়া গোল করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এক গোল পান উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। এতে ঘরের মাঠে হুয়েস্কার বিপক্ষে ৪-১ গোলে জয় কুড়ায় রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো কোচ জিনেদিন জিদানের দল। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ।
চোটের কারণে লা লিগায় রিয়ালের শুরুর ৬ ম্যাচে খেলতে পারেননি হ্যাজার্ড। বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে গত বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লীগের ম্যাচে বদলি নেমে ২৬ মিনিট খেলার সুযোগ পান তিনি। আজ মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে শুরুর একাদশেই হ্যাজার্ডকে রাখেন কোচ জিদান। ৪০তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার এক শটে লক্ষ্যভেদ করেন চেলসির সাবেক এই ফুটবলার। পাঁচ মিনিট পর লুকাস ভাসকেসের অ্যাসিস্টে ব্যবধান বাড়ান করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভার্দের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০তে। এ গোলে অবদান বেনজেমার। ৭৪তম মিনিটে হুয়েস্কার হয়ে এক গোল শোধ করেন ডেভিড ফেরেইরো। আর ৯০তম মিনিটে রদ্রিগোর পাসে গোল পান বেনজেমা।
লা লিগায় অবস্থান ভালো থাকলেও চ্যাম্পিয়নস লীগে ধুঁকছে রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় দেখেনি তারা। প্রথম ম্যাচে ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের কাছে ৩-২ গোলে হারে রিয়াল। গত সপ্তাহে দ্বিতীয় ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডের মাঠে ২-২ গোলে ড্র করে। ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে সবার নিচে অবস্থান রিয়ালের। মঙ্গলবার রাতে নিজেদের তৃতীয় ম্যাচে ইন্টার মিলানকে আতিথ্য দেবে জিদানের দল। তার আগে হ্যাজার্ড-বেনজেমাদের ফর্ম নিঃসন্দেহে আত্মবিশ^াস বাড়াবে ইউরোপিয়ান আসরের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status