শেষের পাতা

করোনায় আরো ১৮ জনের মৃত্যু শনাক্ত ১৩২০

স্টাফ রিপোর্টার

১ নভেম্বর ২০২০, রবিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু  হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৩ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩২০ জনের শরীরে। এতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জনে। গতকাল  স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ে নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ২০৯টি। নমুনা পরীক্ষা করা হয় ১১ হাজার ৫৩২টি। এখন পর্যন্ত মোট ২৩ লাখ ৩৬ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ৪৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৫৫৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৭০ জন। ২৪ ঘণ্টায় ১৮ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।    
বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি ১১ জন, ৫১  থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন মারা গেছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনায় ২ জন ও সিলেটে ১ জন।  গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৬৬ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৩০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়  পেয়েছেন ১৩১ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৭৩ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৬ হাজার ১২৩ জনকে।
প্রাতিষ্ঠানিক ও হোম  কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায়  কোয়ারেন্টিন করা হয়েছে ৪৬৯ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৬৫৭ জন। এ পর্যন্ত ছাড়  পেয়েছেন ৫ লাখ ৫১ হাজার ১৪২ জন। এখন পর্যন্ত  কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৩৮৮ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ২৪৬ জন। গত ১৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত  ফোনকল এসেছে ৪২ হাজার ৫৭৩টি এবং এ পর্যন্ত কল এসেছে ২ কোটি ২২ লাখ ৭১ হাজার ৮৪৭টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status