শেষের পাতা

নারায়ণগঞ্জ ট্র্যাজেডি

মসজিদ কমিটির সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১ নভেম্বর ২০২০, রবিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণের মামলায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার রাত ১০টার দিকে তল্লা রেললাইন এলাকায় তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এ নিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করলো সিআইডি। নারায়ণগঞ্জ  সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাসির উদ্দিন বলেন, মামলার তদন্তভার গ্রহণের পর থেকেই মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর ওরফে গফুর মেম্বারকে আমরা নজরদারিতে রেখেছিলাম। এতোদিন পর্যন্ত তাকে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদ করে এসেছি। আমাদের তদন্তে তার গাফিলতি এবং অবহেলার সুস্পষ্ট তথ্য-প্রমাণ পেয়েছি। তাই এই মামলায় আমরা তাকে গ্রেপ্তার করেছি।
সিআইডির এই কর্মকর্তা আরো বলেন, ঘটনার কারণ উদঘাটনে আমরা তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের কার কার গাফিলতি আছে সেগুলো খতিয়ে দেখছি। ইতিমধ্যে আমরা এসব সংস্থার ১১ জন গ্রেপ্তার করেছি। তিনি আরো বলেন, আমাদের তদন্তে যাদের দোষ প্রমাণ হচ্ছে তাদের সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ৪ঠা সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে বিদ্যুতের শর্টসার্কিট ও গ্যাসের পাইপের লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণে প্রায় অর্ধশত মুসল্লি দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জনের মৃত্যু হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status