দেশ বিদেশ

দেশে ৬৪ হাজার রোগীর জন্য ১ জন অকুপেশনাল থেরাপিস্ট

স্টাফ রিপোর্টার

১ নভেম্বর ২০২০, রবিবার, ৮:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশে ২ কোটির বেশি মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার। এই বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা ও পুনর্বাসনে অকুপেশনাল থেরাপিস্ট আছেন মাত্র ২৪৬ জন। প্রতি ৬৪ হাজার রোগীর জন্য ১ জন চিকিৎসক, যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। এ জন্য থেরাপিস্টদের পর্যাপ্ত পরিমাণ পদ সৃষ্টি এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করা দরকার। বিশ^ অকুপেশনাল থেরাপি দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত এক বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
পুনর্বাসন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশন’-এর আয়োজনে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বিশেষ অতিথি ছিলেন নিউরো ডেভেলপমেন্টাল ডিজ্যাঅ্যাবিলিটি প্রটেকশনাল ট্রাস্টের (এনডিডি ট্রাস্ট) চেয়ারপারসন, অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধিতা কোনো অসুস্থতা নয়। তারাও সমাজের মূল ধারার মানুুষ। তারা যেন সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তার জন্য সরকার কাজ করে যাচ্ছে। দেশের ১০ ভাগ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার। এই প্রতিবন্ধীদের উন্নয়নে দেশের ১০৯টি উপজেলায় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রকল্প পরিচালনা করা হচ্ছে, যা পরবর্তীতে দেশের সব উপজেলায় চালুু করা হবে।
সিআরপি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভেলরি এন টেইলরের সভাপতিত্বে ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের নির্বাহী সদস্য ডা. শামীম আহাম্মদ-এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশ্ব অকুপেশনাল থেরাপির প্রতিপাদ্য বিষয় নিয়ে তথ্যমূলক প্রেজেনটেশন উপস্থাপন করেন সিআরপির সহযোগী অধ্যাপক ডা. মো. জুলকার নায়েন (ওটি), আয়োজনকারী সংস্থা বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. রোকসানা আক্তার (পিটি)।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status