বাংলারজমিন

পাকুন্দিয়ায় ইমাম-উলামাদের বিক্ষোভ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১ নভেম্বর ২০২০, রবিবার, ৮:৪০ পূর্বাহ্ন

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে পাকুন্দিয়া উপজেলা ইমাম-উলামা পরিষদ এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেয়।
শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে পৌর সদরের ঈদগাহ্‌ মাঠ ময়দানে জড়ো হয় ইমাম-উলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা।
সকাল সোয়া ১০টার দিকে একটি বিক্ষোভ-মিছিল বের হয়। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ্‌ মাঠে গিয়ে শেষ। পরে উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর হোসাইনীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুফতি শহীদুল্লাহ, সুলাইমান, মাওলানা মুফতি শফিকুল ইসলাম, মাওলানা আবদুল কাইয়ুম, মাওলানা আবু সুফিয়ানসহ বিশিষ্ট আলেম উলামা। এ ছাড়াও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে ফ্রান্সের সকল ধরনের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বক্তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status