বিশ্বজমিন

অস্ট্রিয়ায় লকডাউনের কথা ভাবছে সরকার, একদিনে সনাক্ত ৫,৩৪৯

মানবজমিন ডেস্ক

১ নভেম্বর ২০২০, রবিবার, ৮:২৭ পূর্বাহ্ন

একদিনে ৫ হাজার ৩৪৯ জনের করোনা সনাক্ত হয়েছে অস্ট্রিয়ায়। দেশটিতে ক্রমাগত বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এটি নিয়ন্ত্রনে লকডাউন ঘোষণার কথা ভাবছে দেশটির সরকার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন অস্ট্রিয়ার নীতিনির্ধারকরাও। এ নিয়ে দেশটির চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, প্রতিদিন সংক্রমণের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেলে তা হাসপাতালের ধারণ ক্ষমতা অতিক্রম করবে। ফলে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে সরকার। এর আগে গত শুক্রবার একদিনে সর্বোচ্চ সংক্রমণ হয় দেশটিতে। সেদিন ৫ হাজার ৬২৭ জন করোনা সনাক্ত হয়েছিল।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status