এক্সক্লুসিভ

ওসি-ডিসিরা অভিযোগ না শুনলে আমার কাছে আসুন

স্টাফ রিপোর্টার

১ নভেম্বর ২০২০, রবিবার, ৮:১৪ পূর্বাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. শফিকুল ইসলাম বলেছেন, এলাকার উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা যদি আপনাদের অভিযোগ না শুনতে চান, তবে আমার কাছে আসুন। আমি শুনবো আপনাদের কথা। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। প্রয়োজনে আমি নিজেই আপনাদের সঙ্গে নিয়ে এলাকায় যাবো। গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদ্‌যাপন করা হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র।’ কমিশনার বলেন, পুলিশের কিছু দোষত্রুটি থাকলেও সর্বত্রই নিরলসভাবে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা থেকে শুরু করে করোনা মহামারিতে মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা দিয়েছে। একইসঙ্গে মানুষের অভাব অভিযোগ শুনে করণীয় সব ধরনের ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। কমিউনিটি পুলিশের বিষয়ে কমিশনার বলেন, ঢাকা শহরে ৩৫ থেকে ৩৬ হাজার পুলিশ সদস্য দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু এই নিরাপত্তা যথেষ্ট বলে আমরাও মনে করি না। সুদৃঢ় নিরাপত্তার জন্য দরকার পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা। এ কারণেই গত পাঁচ বছর ধরে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু রয়েছে। সেখানে এলাকার জনপ্রতিনিধি, সাধারণ জনগণ পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এর ফলে যেটা হবে- আপনাদের থেকে অভিযোগগুলো সহজেই আমাদের কাছে আসবে। আর আমরা আপনাদের সঙ্গে নিয়েই সেগুলোর সমাধান করবো।
এর আগে, কমিশনার কমিউনিটি পুলিশের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য বেশ কয়েকজনকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status