বাংলারজমিন

ছাত্রলীগ নেতার আপত্তিকর পোস্ট, ঘাটাইলে বিক্ষোভ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২০, শনিবার, ৮:০৬ পূর্বাহ্ন

ইসলাম নিয়ে ঘাটাইল উপজেলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক রাসেল খানের  আপত্তিকর পোস্ট ও ফ্রান্সে মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা উপজেলা। প্রতিটি ইউনিয়ন ও উপজেলা জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমাম মোয়াজ্জিন ওলামা পরিষদ সহ বেশ কয়েকটি ইসলামি সংগঠন ও তাওহিদী জনতা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার জুমার নামাজ শেষে ঘাটাইল কলেজ মোড় চত্বরে ও উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি নামক স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল-মধুপুর মহাসড়কের পোড়াবাড়িতে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা ঈমাম মোয়াজ্জিন পরিষদ ও প্রতিবাদী মুসলিম সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচীতে এলাকার কয়েক হাজার তাওহীদি জনতা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হয়ে ফ্রান্সে প্রকাশ্য হয়রত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব প্রিয় নবীজিকে অবমাননার প্রতিবাদে এবং ছাত্রলীগ নেতা রাসেলের ফাঁসির দাবীতে বিক্ষোভ উত্তাল হয়ে উঠে ঘাটাইলের প্রতিটি অলিগলি ও রাজপথ। এদিকে ঘাটাইলের পোড়াবাড়ি এলাকার বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা রাসেল খান তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে গত ২২শে অক্টোবর এক স্ট্যাটাসে লিখেন, “বছরে মাত্র ২টা দিন ঢোলের বাজনা সহ্য হয় না?? কিন্তু ৪ মাস সারারাত মাইকে বাকওয়াজ করে চারপাশের মানুষের রাতের ঘুম হারাম করে ফেলেন, আবার সকাল হইলেই হাত পাইতা ভিক্ষা চান, তখন ভাল লাগে তাইনা!! হিপোক্রেট”। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাসেলের এই স্ট্যাটাস দেখার পর মুসলিম ও রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড়, প্রতিবাদ ও ক্ষোভের ঝড় উঠে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status