দেশ বিদেশ

সীসাযুক্ত পেইন্ট নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

৩১ অক্টোবর ২০২০, শনিবার, ৭:৫৪ পূর্বাহ্ন

শিশুদেরমধ্যে সীসা দূষণের প্রধান উৎস সীসাযুক্ত পেইন্ট। সব ধরণের সীসাযুক্ত পেইন্ট নিষিদ্ধ করতে এবং প্রয়োজনীয় বিধিমালা কার্যকর করা যুব সমাজের দাবি। ৮ম ইন্টারন্যাশনাল লেড পয়জনিং প্রিভেনশন উইক (আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ)-আইএলপিপিডব্øিউ-২০২০ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশে সব ধরণের সীসাযুক্ত পেইন্ট নিষিদ্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার সকাল ১০টায় এক মানববন্ধনের আয়োজন করে। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত এক র‌্যালী’র মাধ্যমে যুব সমাজের আইএলপিপিডব্লিউ-২০২০উদযাপন শেষ হয়।

প্রতি বছরের মত এবারও এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাজেশন (এসডো) বাংলাদেশে আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালন করছে। সীসাযুক্ত পেইন্ট সম্পর্কে বিধিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করার মাধ্যমে সীসা নির্মূলের আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়াই এই মানববন্ধনের মূল লক্ষ্য। এসডো’র সদস্য, গ্রিনক্লাব, গার্লস গাইড এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী দল এই মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে ব্যানার, প্যাকার্ড, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে সীসা দূষণের ক্ষতিকর দিকগুলি তুলে ধরা হয় এবং স্লোগানের মাধ্যমে সীসাযুক্ত পেইন্ট নিষিদ্ধের দাবি জানায়। করোনাকালে মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখার মত সব স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে মানব বন্ধনটি পালন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status