বাংলারজমিন

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ৬ জনের সাজা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২০, শনিবার, ৭:৪৭ পূর্বাহ্ন

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে একমাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২টি ড্রেজার জব্দ করা হয়েছে। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় নেতৃত্বে শুক্রবার দিনভর মেঘনা উপজেলার মেঘনা নদীর নলচর সাপমারা এলাকায় এ অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তরা হলেন- শহীদ মিয়া(৩০), আশাদ উল্লাহ (৩৫), ইকবাল হোসেন (২৭), মামুন মিয়া(৩০), আলমাস মিয়া (৫৫) ও জনি (২২)। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ এবং পেরিফেরি এলাকার সীমানা লংগন করায় মোবাইল কোর্টের মাধমে ৬ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status