খেলা

টি-টোয়েন্টি লীগেও খেলা হচ্ছে না ‘ছোট’ সাকিবের

স্পোর্টস রিপোর্টার

৩১ অক্টোবর ২০২০, শনিবার, ৬:৩৫ পূর্বাহ্ন

দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা তানজিম হাসান সাকিবের। ইতিহাস রচনা করে দেশে ফিরে যার দারুণ গতিতে এগিয়ে যাওয়ার কথা তিনি এখন থমকে আছেন। করোনার কারণে লম্বা সময় ঘরে বন্দি ছিলেন বাংলাদেশের ক্রিকেটের ‘ছোট’ সাকিবও। এরই মধ্যে আবার কাঁধের ইনজুরির কারণে বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলা হয়নি তার। ধারণা করা হচ্ছিল দ্রুতই সুস্থ হয়ে আসন্ন টি-টোয়েন্টি লীগে খেলতে পারবেন তিনি। কিন্তু তা হচ্ছে না। তার ইনজুরি থেকে সেরে উঠতে লাগবে আরো সময়। বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। আজ তানজিম সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি টুর্নামেন্টেও আমার খেলা হচ্ছে না। ফিজিও বলেছেন ব্যাথা কমে গেলে আরো দুই মাস সময় লাগবে আমার পুরো ছন্দে ফিরতে।’

তবে এরই মধ্যে অবশ্য জুনিয়র সাকিব রিহ্যাব প্রক্রিয়া শুরু করেছেন। মাঠে বল করছেন, ব্যাথাও কমেছে। তিনি বলেন,  ‘এখন ব্যাথাটা আগের মতো তীব্র না। এজন্য বোলিং শুরু করেছি। তবে পুরোদমে বোলিং করছি না। ৫০ শতাংশ শুরু করেছি। যদি এভাবে ব্যাথা কমতে থাকে, তাহলে জিম করে কাঁধ শক্ত করে পুরোদমে বোলিং শুরু করবো।’ তরুণ এই পেসারের ইনজুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘ওর কাঁধের ইনজুরি। আমরা তাকে ব্যাথামুক্ত রাখতে ইনজেকশন দিচ্ছি। এখন সে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছে। আপাতত সে ফিজিওদের তত্ত্বাবধানে রয়েছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status