খেলা

ওয়াসিম-ওয়াকারেরও নেই শাহীন আফ্রিদির এই অর্জন

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর ২০২০, শনিবার, ৫:১৮ পূর্বাহ্ন

দারুণ এক কীতি গড়লেন শাহীন শাহ আফ্রিদি। ২০ বছর বয়সী এই বাঁহাতি পেসার শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নেন পাঁচ উইকেট। এতে পাকিস্তানের হয়ে বল হাতে ক্যারিয়ারে ২০ ওয়ানডেতে তার শিকার দাঁড়ালো ৪৫ উইকেটে। যে কীর্তি নেই পাকিস্তানি পেস লিজেন্ড ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনুসেরও। সব দল মিলিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শাহীন শাহ। ওয়ানডেতে ক্যারিয়ারের শুরুর ২০ ম্যাচে সবচেয়ে বেশি ৫২ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার অজন্তা মেন্ডিস। ৪৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার মিচেল ম্যাক্লেনাঘান। আর বাঁহাতি পেসার হিসেবে টানা তিন ওয়ানডেতে ৪ কিংবা এর বেশি উইকেট নেয়ার রেকর্ড শুধু শাহীনের।

২০১৮’র ২১শে সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক শাহীন আফ্রিদির। গত ওয়ানডে বিশ্বকাপে তিনি ছিলেন দলের অন্যতম সেরা বোলার। বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবার ‘ফাইফার’-এর দেখা পান শাহীন। গত বছরের ৫ই জুলাই লর্ডসে অনুষ্ঠিত ওই ম্যাচের পর শুক্রবার রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামে পাকিস্তান। ম্যাচে শাহীনের শিকার ৪৯ রানে ৫ উইকেট। ক্যারিয়ারে নিজের শেষ ৩ ওয়ানডেতে ১৫ উইকেট নিয়েছেন এই পেসার। ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় পেসার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। প্রথমজন তারই পূর্বসূরি ওয়াকার ইউনুস। ক্যারিয়ারে তিনবার টানা তিন ওয়ানডেতে ১৫ উইকেট নেয়ার রেকর্ড রয়েছে ওয়াকারের।

শাহীনের কীর্তিগড়া ম্যাচে জিম্বাবুয়েকে ২৬ রানে হারায় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের ২৮১ রানের জবাবে ২৫৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ১১৭ বলে ১১২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। দেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডে অ্যান্ডি ফ্লাওয়ারকে (১৬) পেছনে ফেললেন টেইলর (১৭)। আগামীকাল একই ভেন্যু রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status