অনলাইন

এবার মানিকগঞ্জে চালু হলো সুপারশপ 'স্বপ্ন'

অর্থনৈতিক রিপোর্টার

৩১ অক্টোবর ২০২০, শনিবার, ৫:১৩ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার অদূরে মানিকগঞ্জে চালু হলো দেশের বৃহত্তম সুপারশপ স্বপ্ন’র নতুন আউটলেট। শহরের শহীদ রফিক সড়কের চাঁদনি রয়েল টাওয়ারে এই আউটলেট চালু করা হয়। শনিবার সকালে আউটলেটের উদ্বোধন করেন স্বপ্ন'র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, 'স্বপ্ন' ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভলপমেন্ট মোহাম্মদ রাজীবুল হাসান। এর ফলে মানিকগঞ্জের মানুষ মানসম্মত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবেন আরো সহজে।

নতুন এই আউটলেটের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী এবং চাঁদনি রয়েল টাওয়ারের প্রোপাইটার আজিজা সিদ্দিকী চাঁদনি, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল বাশার।

'স্বপ্ন'-এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বাজার করার জন্য এ শহরের মানুষ স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করবো। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় 'স্বপ্ন'।

‘স্বপ্ন’ ২০০৮ সালে ব্যবসায়িক কার্যক্রমের যাত্রা শুরু করে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বর্তমানে স্বপ্ন’র ফ্র্যাঞ্চাইজিসহ ১৪৫টি আউটলেট রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মাছ, শাক-সবজী, ফল, ডেইরিসহ নিত্যপ্রয়োজনীয় আরো অনেক পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করছে। উত্তরবঙ্গের বগুড়াসহ বেশ কয়েকটি জায়গায় কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি ও মাছ সংগ্রহ করে ‘স্বপ্ন’।

পণ্যের গুণগত মান, দাম এবং সর্বোত্তম সেবার জন্য স্বপ্ন’র চাহিদা ও জনপ্রিয়তা প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে বেড়ে চলেছে। এ ছাড়া আউটলেটে না যেয়েও ফোন কলের মাধ্যমে বিশেষ হোম ডেলিভারি সেবা দিচ্ছে 'স্বপ্ন'। মানিকগঞ্জ শহরে 'স্বপ্ন' আউটলেটের হোম ডেলিভারি নাম্বার ০১৩১৩-০৫৪৮৯২।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status