বাংলারজমিন

বেনাপোলে অস্ত্র ও গুলিসহ ইউপি সদস্য গ্রেপ্তার, পরিবারের দাবি সাজানো নাটক

স্টাফ রিপোর্টার, যশোর থেকে

৩১ অক্টোবর ২০২০, শনিবার, ২:৪৭ পূর্বাহ্ন

যশোরের বেনাপোলে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিনসহ হাবিব বিশ্বাস (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার দুপুরে পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাবিব বিশ্বাস পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য। তবে তার স্বজনদের দাবি- ওই বাড়িতে কোনো অস্ত্র পাওয়া যায়নি। এটা পুরোপুরি সাজানো নাটক।
যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামে ইউপি সদস্য হাবিব বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘরের মধ্যে থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি এবং ১৯টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তিনি জানান, হাবিব মেম্বার দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন। আটক হাবিব বিশ্বাসকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে বেনাপোল, শার্শা ও কলারোয়া থানায় অস্ত্র ও সোনা চোরাচালান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এদিকে আটক হাবিব মেম্বারের ভাই মাহবুব ও ভাবি রুপালি বেগম বলছেন, ঘটনাটি পুরোপুরি সাজানো। তারা বলেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে একদল লোক র‌্যাব পরিচয়ে তাদের বাড়িতে ঢোকেন। বাড়িতে ঢোকার আগে তারা বাড়ির সিসি ক্যামেরার তার কেটে ফেলেন। এরপর হাবিবের ঘরের তালা ভেঙে তার ঘরসহ সব ঘর তল্লাশি করেন। চলে যাওয়ার সময় তারা একটি সাদা কাগজ দিয়ে বলেন, ‘আপনারা স্বাক্ষর করেন, আমরা কোনো মালামাল আপনারদের বাড়িতে পাইনি।’এর কিছুক্ষণ পর আবার ওই ব্যক্তিরা বাড়িতে ঢুকে একটি বালতি উঠোনে রেখে জানান, অস্ত্র পাওয়া গেছে। সেখানে নাকি ওই সব পিস্তল, ম্যাগজিন ও গুলি ছিল।
রুপালি বেগম বলেন, ‘হাবিব গ্রাম্য শত্রুতার জন্য প্রায় দুই বছর বাড়ি ছাড়া। শার্শার কন্যাদহ গ্রামের ভুট্টো নামে এক ঘরজামাই আমাদের পাশের মিজানের বাড়িতে থাকে। সে এবং তার সাঙ্গপাঙ্গরা এসব কাজ শত্রুতামূলকভাবে করে থাকতে পারে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status