খেলা

কলকাতা মোহামেডানে খেলার খবর উড়িয়ে দিলেন জামাল

স্পোর্টস রিপোর্টার

৩০ অক্টোবর ২০২০, শুক্রবার, ৭:৩৭ পূর্বাহ্ন

ভারতীয় পত্রিকায় বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়ার কলকাতা মোহামেডানে যোগদানের খবর বের হয়েছিল। ডেনমার্ক থাকাকালীন সেই খবর উড়িয়ে দিয়েছিলেন তিনি। ঢাকায় এসেও একই কথা বলেছেন সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশিলন শেষে জামাল   বলেন ‘এটা গুজব ছাড়া কিছুই নয়। আমি কোনও চুক্তির বিষয়ে জানি না। কোনও চুক্তির প্রস্তাবও নেই আমার কাছে। কোনও চুক্তির প্রস্তাব পেলে বলবো সবাইকে। তখন জানাতে পারবো। করোনার পর আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিতে ভালো করার প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের, ‘দুটি ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে চাই। আশা করি, ম্যাচ দুটি জিতবো। এসএ গেমসে নেপালের কাছে হেরেছি। ওটা অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ ছিল। এখন সামনের দুটো ম্যাচে ভালো করতে হবে। না হলে মানুষ, মিডিয়া বলবে তখন জাতীয় দল পারফর্ম করতে পারে না। সবাই বিষয়টা জানে।’

করোনাকালে ডেনমার্কে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে গেছেন জামাল। তবে দলীয় অনুশীলন যে আলাদা, সেটিও জানিয়ে রাখলেন এই মিডফিল্ডার, ‘ব্যক্তিগত অনুশীলন আর দলীয় অনুশীলন আলাদা। ব্যক্তিগত অনুশীলন রানিং, জিম, ফিটনেস এই সব। দলের সঙ্গে অনুশীলন মানে টিম কম্বিনেশনসহ আরও কিছু। এগুলো আলাদা।’ তাছাড়া বাংলাদেশের আবহাওয়া মানিয়ে নিতেও কিছুটা কষ্ট হচ্ছে তার, ‘ফিটনেস শতভাগ নেই। একসপ্তাহ বা আরেকটু বেশি সময় লাগবে। অনুশীলনে ফিরে ভালো লাগছে, কিন্তু গরম লাগছে। ডেনমার্কে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শীত আছে।’

করোনার প্রাদুর্ভাবে বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত হয়ে আছে। সামনের বছর কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে বাংলাদেশের বাকি খেলাগুলো। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ তাই জামালের কাছে অনেকটা প্রস্তুতির মতোই, ‘সামনে তো শুনলাম কাতার ম্যাচ। এই দুইটা (নেপালের বিপক্ষে) ম্যাচ প্রস্তুতির জন্য ভালো। এর আগে আমরা ভুটানের সঙ্গে খেলেছি এবং পরে কাতার ও ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করেছি। আশা করছি, সামনের দিকেও ভালো করতে পারবো।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status