অনলাইন

২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬০৪

স্টাফ রিপোর্টার

৩০ অক্টোবর ২০২০, শুক্রবার, ৩:৩৩ পূর্বাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯০৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৬০৪ জন। মোট শনাক্ত ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২২জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৩১ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৪১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ লাখ ২৪:হাজার ৭৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক  ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫   শতাংশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status