অনলাইন

বৃটেনের আফসানার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

খালেদ মাসুদ রনি, বৃটেন থেকে

৩০ অক্টোবর ২০২০, শুক্রবার, ১১:১৬ পূর্বাহ্ন

বৃটেনের লন্ডন শহরের লেবার পার্টির এমপি,বাংলাদেশি অধ্যুষিত পপলার ও লাইম হাউস আসনের এমপি আফসানার বিরুদ্ধে আবাসন প্রতারণার অভিযোগ উঠেছে। গত নির্বাচনে এই আসন থেকে ২৮ হাজার ৯০৪ ভোট বেশি পেয়ে চমক দেখিয়েছিলেন ৩০ বছর বয়সী এ সাংসদ। তবে আবাসন জালিয়াতির অভিযোগের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দিয়ে লড়বেন বলে জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এ এমপি।

আফসানার বিরুদ্ধে অভিযোগ, প্রভাব খাটিয়ে ৬ মাসে ৩০০ হাজার পাউন্ডের ফ্ল্যাট নিয়েছেন। আফসানা বলেছেন, স্বাধীনভাবে বেচেঁ থাকতে হলে তার ঘরের প্রয়োজন ছিল। আইনজীবির পরামর্শ ছাড়া বেশী কিছু বলতে নারাজ তিনি। তবে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যবর্তী হলেও ভূলতথ্য পরিবেশনের কথা বলা হয়। যা আফসানা নির্বাচিত হওয়ার পূর্বে। দ্যা মেইল পত্রিকা জানিয়েছে,আগামী ১০ ডিসেম্বর তাকে আদালতে হাজির হতে হবে। যদি আইনি প্রক্রিয়ায় তিনি হেরে যান এমপি পদ হারানোর পাশাপাশি জেলও হতে পারে তার।

প্রসঙ্গত: ২০১৯ সালের ১২ই ডিসেম্বর নির্বাচনে আরো তিন বাংলাদেশির সাথে লেবার পার্টি থেকে প্রথম বারের মত নির্বাচিত হন সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতিসন্তান আফসানা। কনজারভেটিভ পার্টির ওককে ২৮ হাজার ৯০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তিনি লেবার পার্টির টাওয়ার হ্যামলেটস শাখার সহ-সভাপতি। তার পিতা মনির উদ্দিন ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status