বাংলারজমিন

খুলনায় ভ্যানচালক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

৩০ অক্টোবর ২০২০, শুক্রবার, ৯:৩০ পূর্বাহ্ন

খুলনার বটিয়াঘাটা উপজেলার ভ্যানচালক রাশেদুল ইসলাম গাজী (১৭) হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার আদেশ দিয়েছেন আদালত। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী গতকাল দুপুরে এ আদেশ দেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলো- মো. রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও মো. শহিদুল ইসলাম। তিনজনই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল। মৃত্যুদণ্ড ছাড়াও আসামিদের প্রত্যেকে রাশিদুলকে হত্যার পর লাশ গুম করার চেষ্টার কারণে ২০১ ধারায় প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে যুক্ত থাকায় ৩০২ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষে পিপি এনামুল হক, আসামিপক্ষে গাজী রাজু আহমেদ ও মঞ্জিল হোসেন মামলাটি পরিচালনা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯শে আগস্ট রাশেদুল ইসলাম গাজী বটিয়াঘাটার জয়পুর গ্রামের নিজ বাসা থেকে বের হয়ে ফেরেননি। পরদিন সকালে পুলিশ স্থানীয় আমির হামজার বাগানের পাশ থেকে তার মাথাবিহীন লাশ উদ্ধার করে। এরপর রাশিদুলের বাবা হালিম গাজী বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন। ২১শে আগস্ট সকালে পুলিশ রাশেদুলের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে। এই মামলার তদন্ত শেষে পুলিশ চলতি বছরের ১৪ই জানুয়ারি তিনজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে আদালত গতকাল রায় ঘোষণা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status