খেলা

‘স্বাগতম কিংবদন্তি’ সাকিবের প্রত্যাবর্তনে সতীর্থদের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক

২০২০-১০-২৯

বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ। আজ থেকে তিনি মুক্ত। গত এক বছরে প্রতি মুহূর্তে সাকিবের অনুপস্থিতি টের পেয়েছেন তার সতীর্থরা। বিশ্বসেরা এই অলরাউন্ডারের প্রত্যাবর্তনে তাই দারুণ খুশি সবাই।
সাকিবকে নিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আমরা একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম। এরপর আর পেছনে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম, এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, তখন হতবুদ্ধি হয়ে পড়েছিলাম। অনেক অসাধারণ কিছু স্মৃতির সাক্ষী আমরা। আবার একসঙ্গে মাঠে নামব। সব সময় তুমি চ্যাম্পিয়নের মতোই প্রত্যাবর্তন করেছ। এবারও আমি তোমার সঙ্গে আরো ম্যাচ জেতানো পার্টনারশিপ গড়ে দেশকে খুশি করতে চাই ইনশাআল্লাহ।’
রেস্টুরেন্টে সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে আঞ্চলিক ভাষায় ইমরুল কায়েসের ক্যাপশন, ‘এবার আইয়া পড়ো।’ পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সাকিব ভাই ফিরেছেন।‘ লিটন দাস লিখেছেন, ‘স্বাগতম কিংবদন্তি।’ মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, ‘রাজা ফিরেছেন।’ মোস্তাফিজুর রহমানের ফেসবুক পোস্ট, ‘ওয়েলকাম ব্যাক সাকিব ভাই।’ 
সাকিবের সঙ্গে প্রথম ওয়ানডে সিরিজের স্মৃতিচারণ করে মোহাম্মদ সাইফউদ্দিন একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার প্রথম ওয়ানডে সিরিজের তোলা ছবি, দক্ষিণ আফ্রিকা সফরে। ছোটবেলা থেকে উনার খেলা দেখে বড় হয়েছি এবং একপ্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ যদি কখনো টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয় আমার ইচ্ছা আছে উনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেওয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আবার মাঠের মানুষ মাঠে দেখার অপেক্ষায় রইলাম।’
এ ছাড়া সাকিবকে নিয়ে পোস্ট করেছেন কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, নাইম হাসান, সৌম্য সরকার, সুমন খানসহ অনেক ক্রিকেটার।
জুয়াড়ির প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৯শে অক্টোবর সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা এক বছরের। ক্রিকেটে ফিরলেও এক বছরের স্থগিত নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসানকে আগামী ১২ মাস পর্যবেক্ষণে রাখবে আইসিসি। এ সময় একই ধরনের কর্মকাণ্ডে জড়ালে সাকিবের শাস্তি বেড়ে যাবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status