বাংলারজমিন

খাগড়াছড়িতে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি-ওষুধ জব্দ, আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২০, বুধবার, ৮:৫৯ পূর্বাহ্ন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা ১২৪ পিস ভারতীয় শাড়ি ও ২৮ লাখ ৪০ হাজার পিস ভারতীয় ঔষধ আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখেরও বেশি। একই সময় এসব বহনকারী একটি জীপ (চান্দের গাড়ি) (চট্টগ্রাম-গ-২৫৩২) ও দুইজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া কবরস্থানের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে আটকের বিষয়টি গনমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী। পুলিশ সুত্রে জানা যায়, একটি জীপে করে ভারতীয় শাড়ি ও বিভিন্ন জাতের ঔষধ ওয়াছু রাবার বাগান এলাকা দিয়ে মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল ইসলাম বাদি হয়ে গাড়ির চালক মো. শাহ আলম (৩৭)সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি ও হেলফার মো. এছহাক মিয়া (১৬) কে অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় একটি মামালা দায়ের করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status