খেলা

সব জেনেও পল পুটকে আনছে সাইফ

স্পোর্টস রিপোর্টার

২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে প্রধান কোচসহ ছয় বিদেশি আনছে সাইফ স্পোর্টিং ক্লাব। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা থেকে ফুটবলার আনার জন্য ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে অন অ্যারাইভাল ভিসার জন্য চিঠি দিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। ছয় বিদেশির মধ্যে বেলজিয়ান কোচ পল জোসেফ পুটকে আনছে সাইফ স্পোর্টিং। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ২০১৫ সালে জর্ডানের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। জর্ডানের ওই দলের কোচ ছিলেন বেলজিয়ান এই কোচ। এশিয়ার জর্ডান ছাড়াও আফ্রিকার গিনি, গাম্বিয়া, বুরকিনা ফাসো ও কেনিয়া জাতীয় দলের কোচ ছিলেন পুট। সর্বশেষ দায়িত্ব পালন করেছেন মরক্কোর উইদাদ কাসাব্লাঙ্কা ক্লাবের ক্রীড়া পরিচালক হিসেবে। কোচ হিসেবে পুটের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার অবকাশ না থাকলেও, অতীতে মাঠ ও মাঠের বাইরের বেশ কিছু বিষয়ে বিতর্কে জড়িয়েছেন ৬৪ বছর বয়সী এই বেলজিক কোচ। ২০১২ সালে নিজের দেশের ক্লাব লিয়ার্সের কোচ থাকাকালীন ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত হয়েছিলেন পুট। বেলজিয়ান ফুটবল ফেডারেশন যে কারণে তাকে নিষিদ্ধ করেছিল তিন বছরের জন্য। শুধু তাই নয়, দুই বছরের কারাদণ্ড দিয়েছিল বেলজিয়ামের আপিল কোর্ট, জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। শুধু পুটই নন, চীনা এক ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে ম্যাচ পাতানোর দায়ে প্রায় ডজনখানেক খেলোয়াড়, ম্যানেজার ও এজেন্ট তখন ফেঁসে গিয়েছিলেন। যদিও সে ঘটনায় নিষেধাজ্ঞা বাড়িয়ে দেয়নি ফিফা, বিশ্বব্যাপী নিষিদ্ধ করেনি তাকে। ফলে পুট চলে যান আফ্রিকায়, কোচিং করানোর জন্য। এসব জেনেও তাকে আনার ব্যাখ্যা দিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘তার ব্যাপারে আমরা জানি সবই। ফিফার সঙ্গে আলোচনা করে সবকিছু যাচাই বাছাই করেই তাকে আনা হয়েছে। তার ব্যাপারে যে অভিযোগগুলো আছে, তার প্রতিটা কেসেই সে জিতেছে। পল পুট ছাড়াও পাঁচ নাইজেরিয়ান ফুটবলার জন ওকোলি, ইকেচুকউ কেনেথ, এমানুয়েল আরিওয়াচুকু ও ওপেইমি হাম্মেদ বাদমুস এবং এশিয়ান কোটায় উজবেকিস্তানের সিরোজিদ্দিন রাখমাতুল্লায়েভকে আনছে সাইফ স্পোর্টিং ক্লাব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status