এক্সক্লুসিভ

মুজিববর্ষে সালমান এফ রহমানের উদ্যোগ

১০০ ঘর পাবে দরিদ্র পরিবার

দোহার (ঢাকা) প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যক্তিগত তহবিল থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১০০টি ভূমি ও গৃহহীন দরিদ্র পরিবারের মাঝে ঘর বরাদ্দ দেয়া হবে।
জানা যায়, দোহার উপজেলায় ৪০টি ও নবাবগঞ্জে ৬০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন তার ব্যক্তিগত তহবিল থেকে দোহার উপজেলার জন্য ৫টি ঘর বরাদ্দ দেন।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, সালমান এফ রহমান দোহার ও নবাবগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছেন। এর ধারাবাহিকতায় তিনি ব্যক্তিগত তহবিল থেকে এবার দোহার ও নবাবগঞ্জের অসহায় পরিবারের জন্য ঘর বরাদ্দ দিয়েছেন। আমিও ব্যক্তিগতভাবে কয়েকটি ঘর বরাদ্দ দেবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status