বাংলারজমিন

সাভারে প্রবাসীকে গুলি করে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২৮ অক্টোবর ২০২০, বুধবার, ৬:১৮ পূর্বাহ্ন

সাভারে প্রকাশ্য দিবালোকে পুলিশ চেকপোস্টের কাছ থেকে ইতালি প্রবাসী এক ব্যক্তির গাড়ি ব্যারিকেড দিয়ে মারধর ও গুলি করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় ওই প্রবাসীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে সাভারের আমিনবাজার-ভাকুর্তা সড়কের পুলিশ চেকপোস্টের কাছে তুরাগ ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই ইতালি প্রবাসীর নাম মোহাম্মদ আমান উল্লাহ (৪০) সে ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে। আহতের স্ত্রী সুমা আক্তার বলেন, আমার স্বামী গত ১ মাস আগে ইতালি থেকে ছুটিতে বাড়িতে আসে। সম্প্রতি আমরা নিজেদের বাড়ি নির্মাণের কাছে হাত দিয়েছি। এই কারণে রড কেনার জন্য বুধবার সকালে সাভারের আমিন বাজার ইসলামী ব্যাংক থেকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা উত্তোলন করি। পরে টাকা নিয়ে স্বামী-স্ত্রী একটি প্রাইভেট গাড়িতে করে বাড়িতে ফিরছিলাম। আমরা যখন তুরাগ-ভাকুর্তা সড়কের লোহার ব্রিজ পার হয়ে পুলিশ চেকপোস্টের প্রায় কাছে চলে আসি তখনই ফিল্মি স্টাইলে পাঁচটি মোটরসাইকেলে করে দশ জন অস্ত্রধারী দুর্বৃত্ত আমাদের গাড়ি ব্যারিকেড দিয়ে আমার স্বামীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে তারা আমার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আমার স্বামী বাঁধা দেয়। তখন ছিনতাইকারীরা তার বাম পায়ে একটি গুলি করে এবং আরও চারটি ফাঁকা গুলি করে আমার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে আমিনবাজারের দিকে চলে যায়। তিনি আরো বলেন, যে ছিনতাইকারীরা আমাদের গাড়িটি গতিরোধ করে গুলি করে টাকা ছিনিয়ে নেয় তাদেরকে আমরা ব্যাংকের ভেতরে বসে থাকতে দেখেছি। এদের মধ্যে কয়েকজন আমাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করে আমরা কত টাকা উঠিয়েছি তা পর্যবেক্ষণ করে এবং সেখান থেকেই আমাদের পিছু নেয়। ছিনতাইকারীরা আমার স্বামীর মাথা শরীর সহ বিভিন্ন জায়গায় পাঁচটি গুলি করলেও একটি গুলি তার বাম পায়ে লাগে। এছাড়া গুলি করার কোন শব্দ হয়নি বলেও জানান তিনি। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে টাকা ছিনতাইয়ের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আমাদের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরাও বিষয়টি তদন্ত করছে। ইতিমধ্যে ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করে সন্দেহভাজন কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করে টাকা উদ্ধারে অভিযান চালানো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status