বাংলারজমিন

মহানবীর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ মিছিল

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২০, বুধবার, ৫:৩২ পূর্বাহ্ন

 ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল করেছে আনজুমানে তালামিযে ইসলামিয়া। বুধবার দুপুরে গোয়ালাবাজারের বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার এলাকার বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা তালামিযের সভাপতি মাহবুব খাঁনের সভাপতিত্বে এবং ফয়ছল ইসলাম ও জুনায়েদ আহমদ তালুকদারের পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগরের প্রিন্সিপাল মাওলানা এমএ রব, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি শেখ আলী হায়দার, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি আছাব আলী, বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি হাফিজ আতিকুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম মিছলু, আনজুমানে আল ইসলাহ দয়ামীর ইউপি শাখার সাধারণ সম্পাদক মুজতবা হাসান মিছলু, গোয়ালাবাজার উত্তর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজাদ আলী, তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন, সহ অফিস সম্পাদক আব্দুল কাইয়ূম রাফি, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হামিদ খাঁন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ মাহিদ আহমদ তালুকদার, দুলাল আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহিন আহমদ সালেহ, সদস্য হাবিবুর রহমান সাজু, জুম্মান আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) সকল মুসলমানদের প্রাণের স্পন্দন। মহানবী (সা:) এর মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে সময় লাগবে না। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ফ্র্রান্সের সকল পণ্য বয়কটসহ ফ্র্রান্সের দূতাবাসের সাথে কূটনীতিক সম্পর্ক বন্ধ রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status