বাংলারজমিন

সারা দেশের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলারজমিন ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৮:২৫ পূর্বাহ্ন

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মঙ্গলবার সারা দেশে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেককাটা, আলোচনা সভা, র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটির নেতাকর্মীরা। তবে কিছু জেলা কর্মসূচি পালনে পুলিশি বাধার ঘটনা ঘটেছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
রূপগঞ্জ
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চন বাজারে কাঞ্চন পৌর যুবদলের আহবায়ক মফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা কুহিনুর আলম, আব্দুল্যাহ মিয়া, সাখাওয়াত হোসেন বাদশা, আনোয়ার মাষ্টার, সেলিম, ফজলুল হক, রফিকুল ইসলাম, পলাশ, হাবিবুর রহমান, বিল্লাল হোসেন প্রমুখ। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত  ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাগুরা
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ইসলামপুরপাড়াস্থ বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আলী আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সম্পাদক আহসান হাবীব কিশোর, মিহির কান্তি বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ প্রমুখ। সভায় বক্তারা বর্তমান সরকারের নানা অসঙ্গতি তুলে ধরে বক্তব্য রাখেন।
গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান,  জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গাজীপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে মহানগর যুবদল সভাপতি প্রভাষক বশির আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম ভাট, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার দুই মেরুতে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বরিশাল যুবদল। সভাপতি পারভেজ আকন বিপ্লবের নেতৃত্বে এক গ্রুপ সদর রোডস্থ মসজিদের সামনে অন্যদিকে সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনের নেতৃত্বে ১০০ গজ দূরত্বে প্রেসক্লাবে প্রতিষ্ঠাবাষির্কীর আয়োজন করে। ফলে উপজেলাসহ দূর-দূরান্ত থেকে আগত নেতাকর্মীদেরকে কোন আয়োজনের অংশ নিবে এ নিয়ে দেখা দেয় অস্বস্তি। একটা পর্যায়ে উভয় নেতার আয়োজন পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন হলেও সাধারণ সম্পাদক তসলিমের কর্মসূচিতে কর্মী-সমর্থকদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। এখানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন। অন্যদিকে পারভেজ আকন বিপ্লবের আয়োজনের প্রধান অতিথি থাকেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে কেককাটা দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালন করা হয়েছে। (মঙ্গলবার) সকালে শহরের  উওর তেমুহনী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক সৈয়দ রশিদুল হাসান  লিংকন, সিনিয়র সহসভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসন ভুলুসহ দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
পটুয়াখালী
পটুয়াখালী প্রতিনিধি জানান, যুবদল এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে  জেলা যুব দলের পৃথক পৃথকভাবে কেককাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কলেজ রোড এলাকায়  জেলা যুব দলের সভাপতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম লিটন এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী, কেককাটা  এবং সন্ধ্যা রাতে কলেজ রোডস্থ যুবদল অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সভাপতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম লিটন, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. রুহুল আমিন, সহ-সভাপতি মোঃ শাহিন মিয়া, রিমাইনুল ইসলাম রিমু, বুলবুল আহমেদ, ইমরুল আহসান প্রমুখ।
অপরদিকে জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির এর নেতৃত্বে দুপুর ১২টায় বধূয়া সেন্ট্রারে কেককাটা অনুষ্ঠান শেষে শহরে এক ঝটিকা মিছিল বের করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ১নং সদস্য গাজী আশফাকুর রহমান বিপ্লব, আতিকুল ইসলাম সুজন, সহ-সভাপতি রুহুল আমিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বশির পঞ্চায়েত প্রমুখ।
তাড়াশ
চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা, কেক কাটা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে যুবদলের আহবায়ক এফএম শাহ-আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন।  যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক স.ম. আফসার আলী, অধ্যাপক আমিনুর রহমান টুুটুল।  
নাগরপুর
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে সদর বাজারের বটতলাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো.ফনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দীপন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন, ক্দ্রেীয় জাসাস দলের  যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম স্বপন। আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি আহাম্মদ আলী রানা, এম ফিরোজ সিদ্দিক, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. সেলিম মিয়া, যুব দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, সাবেক ভিপি মো. নাজমুল হক স্বাধীন, মোশারফ হোসেন মুছা, এলিম মাহামুদ, সাবেক জি এস মো. ইকবাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক আবুল কাসেম মানিক সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ সভাপতি গোলাম মোস্তফা গোলাম,সাংগঠনিক সম্পাদক মো.সাদেকুল ইসলাম সাদিক, কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মীর খালিদ মাহবুর রাসেল প্রমুখ।

নাঙ্গলকোট
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার নাঙ্গলকোটে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কার্যালয়ে এসে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আফসার নয়ন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপি আহবায়ক আব্দুল বাতেন মেম্বার, সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, বিএনপি নেতা শহিদুল ইসলাম, সাবেক যুবদল নেতা জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওায়াত হোসেন শাহিন, যুবদল নেতা নাছির উদ্দিন, আব্দুস সাত্তার, কবির খান, হানিফ রানা, ছাত্রদল নেতা আব্দুল মমিন, সাদ্দাম হোসেন, আমির হামজা মুন্না, রবিন, আল আমিন, নাজমুল হাছান প্রমুখ।
চৌদ্দগ্রাম
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী, শো-ডাউন, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা। উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, নুরুন্নবী পাটোয়ারী নুরু, উজিরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিকুল হক, উপজেলা বিএনপি’র সদস্য আবদুল ওয়াদুদ, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক ডা. আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

তিতাস
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসের যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কড়িকান্দি বাজারের ছাদির ভূঁইয়া সুপার মার্কেটের দ্বিতীয়তলায় দলীয় কার্যালয়ে গতকাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার, আবুল খায়ের সরকার, নূরে আলম ভূঁইয়া, জহিরুল ইসলাম, সদস্য কামরুল ইসলাম, খন্দকার ফরমুজ আহমেদ, সাইমন আখন্দ প্রমুখ।

মির্জাগঞ্জ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: মির্জাগঞ্জে দুই গ্রুপের পাল্টাপাল্টিভাবে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। কেক  কাটা, র‌্যালীসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে উপজেলা যুবদলের একাংশ। মঙ্গলবার দুপুরে  উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজীর নেতৃত্ব এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে সুবিদখালী কলেজ রোড উপজেলা যুবদলের অস্থায়ী কার্যায়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী রাশেদ সমছ, যুগ্ম আহবায়ক মোঃ বাবুল মুন্সী, সদস্য মোঃ আতাউর রহমান ও জেলা যুবদলের সদস্য মোঃ হাসিবুল জাকারিয়া প্রমুখ। অন্যদিকে মঙ্গলবার সকালে উপজেলা বিনপির সভাপতির বাসভবনের সামনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে যুবদলের অপর পক্ষ। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাসির হাওলাদারের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক মোঃ সুজন হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা   বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পটুয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ ফারুক মুন্সী। মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ পিন্টু সিকদার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনির, সহ দপ্তর সম্পাদক সার্জেন্ট অবঃ আলমগীর হোসেন প্রমুখ।

ডিমলা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএপি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ডিমলা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক সহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন, যুগ্ন আহবায় আইয়ুব আলী, আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুর রহমান রাসেল, সোহাগ খান লোহানী, প্রভাষক আনার আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক নূর আলম প্রমূখ।
শরীয়তপুর
শরীয়তপুর প্রতিনিধি: যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে শরীয়তপুর জেলা যুবদল। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের ধানুকা এলাকার পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্যার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান মাবদর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের (ফরিদপুর বিভাগীয়) সহসাংগঠনিক সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালী উল্যাহ খান, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক ছালাম মাঝি, ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচ.এম জাকির, সাংগঠনিক সম্পাদক রোকন সরদার, পৌরসভার সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী প্রমুখ।
শাহজাদপুর
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মঙ্গলবার শাহজাদপুর উপজেলার  হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে উপজেলা বিএনপি‘র আহবায়ক  প্রফেসর ড. এম এ মুহিত এর নিজ বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসুচির মধ্যে ছিল সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। পরে এক আলোচনা সভা ও মিলাদ মাফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল্লাহ-মাহমুদ এর সঞ্চলনায় উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরু, আরিফুজ্জামান আরিফ, উপজেলা যুবদলের সদস্য সচিব আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক  মাহমুদুল হাসান সজল, যুগ্ম-আহবায়ক বখতিয়ার ভূইয়া, যুগ্ম-আহবায়ক আরাফাত আলী রবিউল, মিজানুর  রহমান মিজান প্রমুখ।
সরাইলে পুলিশের বাধা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান,  সরাইলে পুলিশি বাধাঁর মুখে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে সরাইল উপজেলা যুবদল নেতা নূরুল আমিন মাস্টার, নুর আলম ও আবু সুফিয়ান এর নেতৃত্বে উপজেলা সদরের হাসপাতাল মোড় সংলগ্ন সূর্যমুখী কিন্ডার গার্টেন স্কুলে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত
সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা নুরুল আমিন মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সহসভাপতি শরীফ উল্লাহ মৃধা প্রমুখ।  সময় বক্তাগণ নবীনগর উপজেলা যুবদলের শান্তিপূর্ণ কর্মীসভায় পুলিশি হামলায় যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও কুমিল্লা বিভাগীয় টিম লিডার জাকির হোসেন সিদ্দিকীসহ কেন্দ্রীয় যুবদল ও জেলা যুবদলের নেতৃবৃন্দকে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডি এম দুলাল, যুবদল নেতা জুয়েল মুন্সী, পলাশ, খোকন, জালাল, তানভীরসহ যুবদলের কয়েকশত নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এ সময় আনুষ্ঠানিকভাবে কেক কেটে সকলের মাঝে বিতরন করা হয়। সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি র‌্যালি বের করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। উপস্থিত নেতা-কর্মীদের সাথে এসময় পুলিশের কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ছিনিয়ে নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status